Advertisement
Advertisement

Breaking News

জয়াপ্রদা

টিকটকের কেরামতি, তিন বছর পর স্বামীকে ফিরে পেলেন মহিলা

অভিনব এই ঘটনার সাক্ষী থাকল তামিলনাড়ু৷

Tamil Nadu woman finds husband on TikTok who leaves 3 years ago
Published by: Tanujit Das
  • Posted:July 3, 2019 9:19 pm
  • Updated:July 4, 2019 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকটক অ্যাপে মত্ত জেন-ওয়াই৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানা ভিডিও৷ এই টিকটক যেমন নয়া প্রজন্মের বিনোদনের একটা মাধ্যম হয়ে উঠেছে৷ তেমনই আবার কখনও কখনও টিকটক অ্যাপটি হয়ে ওঠে কারও কারও মৃত্যুর কারণও৷ তবে এবার যা ঘটেছে তা বেশ অভিনব৷ এই অ্যাপের সাহায্যেই তিনবছর পর স্বামী সুরেশকে ফিরে পেলেন তামিলনাড়ুর ভিল্লুপুরমের বাসিন্দা জয়াপ্রদা৷

[ আরও পড়ুন: উইম্বলডন মরশুমে টেনিসপ্রেমীদের জন্য আকর্ষণীয় গেম আনল স্ন্যাপচ্যাট]

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৬-তে৷ যখন দীর্ঘ বৈবাহিক জীবন কাটানোর পর দুই বাচ্চা ও স্ত্রী জয়াপ্রদাকে ছেড়ে চলে যান সুরেশ৷ স্বামীর খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন জয়াপ্রদা৷ জানান, তাঁকে এবং তাঁর দুই সন্তানকে ছেড়ে চলে গিয়েছেন স্বামী৷ পুলিশ সূত্রে খবর, এরপরই সুরেশের খোঁজ শুরু করেন তাঁরা৷ কিন্তু তাতেও কোন লাভ হয় না৷ স্বামীর ফেরার আশা ছেড়ে  দুই সন্তানকে নিয়ে একাই থাকতে শুরু করেন জয়াপ্রদা৷ তবে কথাতেই রয়েছে ভাগ্য সহায় থাকলে সবকিছুই সম্ভব৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ সূত্রের খবর, স্বামীর ছেড়ে যাওয়ার তিন বছরের মাথায় এই টিকটকের মাধ্যমেই সুরেশের খোঁজ পেয়েছেন জয়াপ্রদা৷

[ আরও পড়ুন: হাঙরের হামলা থেকেও বেশি সর্বনাশা সেলফির নেশা! কেন জানেন? ]

মহিলা জানিয়েছেন, তাঁর এক বন্ধুর সূত্রে সুরেশের খোঁজ পান তিনি৷ একদিন হঠাৎ তাঁর ওই বন্ধু জয়াপ্রদাকে জানায় যে, সুরেশের মতো একজন কাউকে টিকটক ভিডিওতে দেখেছেন তিনি৷ পুলিশ জানিয়েছে, এরপর ওই টিকটক ভিডিওর সূত্র ধরেই সুরেশের কাছে পৌঁছান তাঁরা৷ যে কাজে পুলিশকে সাহায্য করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও৷ তাঁরা জানতে পারেন, তিন বছর আগে এক রূপান্তরকামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সুরেশ৷ তাঁর সঙ্গেই সংসারও পাতেন। সেজন্যই জয়াপ্রদা ও দুই সন্তানকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি৷ এবং টিকটক ভিডিওতেও ওই মহিলার সঙ্গেই দেখা গিয়েছে সুরেশকে৷ তবে তাঁকে জয়াপ্রদার সঙ্গে সংসারে ফেরাতে সর্বতোভাবে চেষ্টা করছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement