ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: এবার খোদ সুপ্রিম কোর্টের (Supreme Court) নাম ব্যবহার করে প্রতারণা! ভুয়ো ওয়েবসাইট তৈরি করে চুরি করা হচ্ছে আমজনতার ব্যক্তিগত তথ্য। এ নিয়ে সতর্কতা জারি করেছে খোদ শীর্ষ আদালতই।
জানা গিয়েছে, প্রতারকরা খোদ সুপ্রিম কোর্টের নামে জাল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল। যার URL হল http://cbins/scigv.com এবং https://cbins.scigv.com/offence। এই ওয়েবসাইটগুলি দেখতে অবিকল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মতোই। এর মধ্যে দ্বিতীয় URL-টিতে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে।
শীর্ষ আদালতের তরফে সতর্কতা জারি করে বলা হচ্ছে, “এই ইউআরএলগুলিতে কেউ ক্লিক করে থাকলেও তারা যেন কোনওভাবেই ব্যক্তিগত কোনও তথ্য সেখানে শেয়ার না করেন। ব্যক্তিগত তথ্য শেয়ার করলে সেটাকে অসৎ উদ্দেশে কাজে লাগাতে পারে প্রতারকরা।” যদি কেউ এই ওয়েবসাইটগুলিতে ঢুকে থাকে, তাহলে তাদের সব পাসওয়ার্ড বদলে দেওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।
দেশের শীর্ষ আদালত স্পষ্ট বলছ,”সুপ্রিম কোর্ট বা রেজিস্ট্রি কোনওভাবেই কারও ব্যক্তিগত কোনও তথ্য কখনও চায় না।” এই প্রতারণার খবর তদন্তকারী সংস্থাগুলিকেও দিয়েছে শীর্ষ আদালত। দ্রুত এই প্রতারকদের বিরুদ্ধে তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা করতে চায় শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.