সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই ৫জি পরিষেবা শুরু করবে জিও (Jio)। আপাতত চারটি শহর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতাতেই মিলবে ৫জি। রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani) ঘোষণা করেছেন দিওয়ালির সময় থেকেই ওই পরিষেবা শুরু হয়ে যাবে। কিন্তু আপনার ৪জি ফোনে কি ওই পরিষেবা পাবেন?
হাইস্পিড ওই ইন্টারনেট পরিষেবা পেতে গেলে কি ৫জি স্মার্টফোন থাকতেই হবে? উত্তর হল, হ্যাঁ। ৫জি পরিষেবা পেতে গেলে আপনার ফোনে সেই নেটওয়ার্কের সাপোর্ট থাকতে হবে। কী করে চেক করবেন আপনার ফোনে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে কিনা? জেনে নিন ধাপগুলি।
কাজেই আপনার ফোনে ৫জি সাপোর্ট না থাকলে গাঁটের কড়ি খরচ করেই ৫জি ফোন কিনে হাইস্পিড নেটওয়ার্কের সুবিধা নিতে হবে। ইতিমধ্যেই শাওমি, ওয়ান প্লাস, রিয়েলমি, সামসুং ও অন্যান্য সংস্থাগুলি নানা মূল্যের ৫জি স্মার্টফোন আনার কথা জানিয়েছে। এর মধ্যে রিয়েলমি ও লাভার মতো সংস্থাগুলি ১০ হাজার টাকার চেয়েও কম দামে ৫জি স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছে।
উল্লেখ্য, 5G স্পেকট্রাম নিলাম শেষ হয়েছিল আগস্টে। মোট ৭২ হাজার ৯৮ মেগাহার্ৎজের স্পেকট্রাম নিলামে তোলা হয়েছিল। ৪০ রাউন্ড নিলামের পর স্পেকট্রাম বন্টনের প্রক্রিয়াটি শেষ হয়। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো তখনই জানিয়ে দেন, চলতি বছরের অক্টোবরেই দেশজুড়ে শুরু হয়ে যেতে পারে ৫জি পরিষেবা। অবশেষে সেই সম্ভাবনাই সত্যি হতে চলেছে। অশ্বিনীর দাবি, 5G পরিষেবা চালু হলে ভারতের টেলিকম দুনিয়ার ভোলবদলে যাবে। দেশবাসীর কাজকর্ম অনেক বেশি সহজ হয়ে যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.