Advertisement
Advertisement

Breaking News

Leap Day

‘বাড়তি’ দিনের উদযাপন বিশ্বজুড়ে, নতুন রূপে সাজল গুগল ডুডল

বিশেষ ভিডিও প্রকাশ করে লিপ ডে উদযাপন গুগলের।

Special Google doodle for leap day | Sangbad Pratidin

ছবি: টুইটার

Published by: Anwesha Adhikary
  • Posted:February 29, 2024 11:28 am
  • Updated:February 29, 2024 11:28 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিপ ডে। বছরের ‘বরাদ্দ’ থেকে আরও একটা বাড়তি দিন। ২৯ ফেব্রুয়ারির এই বিশেষ দিনটি উদযাপন করতে বিশ্বজুড়েই নানা অনুষ্ঠানের আয়োজন। বাদ পড়ল না গুগলও (Google)। বিশেষ দিন উপলক্ষে নয়া সাজে দেখা দিল গুগল ডুডল।

কেন চার বছর অন্তর ‘বাড়তি’ একটা দিনের দেখা মেলে ক্যালেন্ডারে? উত্তর পেতে পিছিয়ে যেতে হয় প্রায় দুহাজার বছর। ৪৬ খ্রিষ্টাব্দের পর থেকেই বিশ্বজুড়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, চার বছর অন্তর ক্যালেন্ডারে যোগ হবে বাড়তি একটা দিন। কারণ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। ওই ৬ ঘণ্টা সময় মিলিয়ে চার বছর অন্তর একটা করে বাড়তি দিন যোগ হয় ক্যালেন্ডারে।

Advertisement

[আরও পড়ুন: সংসারে আসছে নতুন সদস্য, তারিখ জানালেন দীপিকা-রণবীর

বাড়তি এই দিন (Leap Day) উদযাপন করতে চার বছর ধরে অপেক্ষায় থাকেন সকলে। সেই উপলক্ষেই বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। একটি জিফের মাধ্যমে তুলে ধরা হয়েছে লিপ ডের বিশেষত্ব। সেখানে দেখা যাচ্ছে, ২৮ এবং ১ লেখা দুটি পাথর রয়েছে নদীর বুকে। হঠাৎ করেই পাথর দুটির মাঝখানে লাফিয়ে ঢুকে পড়ে একটি কোলাব্যাং। পদ্মপাতার উপরে এসে বসে পড়ে ২৯ নম্বরের ব্যাংটি। বিশেষ ডুডল প্রকাশ করে গুগলের শুভেচ্ছা, “সকলকে হ্যাপি লিপ ডে”। 

বিশেষ দিন উপলক্ষে হামেশাই নতুন রকমের ডুডল (Google Doodle) প্রকাশ করে গুগল। লিপ ডেতে সেই ইতিহাসও তুলে ধরেছে তারা। এখনও পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের তরফে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০ আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়। তার পর থেকে যত দিন এগিয়েছে ততই নতুনভাবে আত্মপ্রকাশ করেছে এই বিশেষ ডুডল। সেই তালিকাতেই আরেক সংযোজন লিপ ডের বিশেষ ডুডল।

[আরও পড়ুন: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত অন্তত ১৪

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement