Advertisement
Advertisement

Breaking News

X Handle

সাবধান! X হ্যান্ডেল থেকে উধাও হচ্ছে একগুচ্ছ অ্যাকাউন্ট, জানুন কারণ

কী জানাল এলন মাস্কের সংস্থা?

Some X accounts will be removed from the platform soon
Published by: Sulaya Singha
  • Posted:April 5, 2024 8:58 pm
  • Updated:April 5, 2024 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্স হ্যান্ডেল (X Handle) ব্যবহার করেন? তাহলে অবশ্যই জেনে রাখুন এই খবর। এই প্ল্যাটফর্ম থেকে উধাও হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্ট। এলন মাস্কের সংস্থার তরফে এমন খবরই জানানো হয়েছে।

কিন্তু কেন বহু অ্যাকাউন্ট মুছে ফেলা হবে? জানা গিয়েছে, ভুয়ো অ্যাকাউন্ট এবং স্প্যাম পরিষ্কার করতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে নাকি এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। যে সমস্ত অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বা নিয়ম ভাঙা হচ্ছে কিংবা বহুদিন ব্যবহার করা হচ্ছে না, সেসব অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হচ্ছে। তবে এই প্রথম নয়। এর আগেও স্প্যাম অ্যাকাউন্ট সাফাইয়ে নেমেছিল এক্স হ্যান্ডেল। মাস্ক টুইটার কেনার পরই এমন বহু অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। এবার নতুন করে আরও একবার সেই কাজে নেমেছে জনপ্রিয় এই মাইক্রো ব্লগিং সাইট।

Advertisement

[আরও পড়ুন: ফেরে জেলে যাবেন লালু? ৩০ বছরের পুরনো মামলায় জারি গ্রেপ্তারি পরোয়ানা]

X হ্যান্ডেলে লেখা হয়েছে, “যে সমস্ত অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মের নিয়ম ভেঙেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। আমরা এক্স হ্য়ান্ডেলকে স্বচ্ছ রাখতেই এই উদ্যোগ নিয়েছি। ফলে এই প্ল্যাটফর্মের ফলোয়ারের সংখ্যায় বদল লক্ষ্য করতে পারবেন।”

স্বচ্ছতা নিয়ে এতটাই সতর্ক যে সম্প্রতি এই প্ল্যাটফর্মের সুরক্ষা রক্ষার জন্য নতুন কর্মীও নিয়োগ করেছেন মাস্ক। এক্স হ্যান্ডেলে লাগাতার নজর রাখা সত্ত্বেও প্রযুক্তির অগ্রগতির কারণে মাঝেমধ্যেই নানা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। যেখান থেকে নিয়ম ভেঙে নানা কাণ্ডকারখানা করা হচ্ছে। সেসব রুখতেই ফের কোমর বেঁধে আসরে নামল এক্স হ্যান্ডেল। তবে আসল অ্যাকাউন্টগুলি যাতে কোনওভাবেই মুছে না যায়, সে বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে।

[আরও পড়ুন: উনিশের গেরুয়া ঝড় ফিকে, ডাক্তার-সাহিত্যিক-সমাজকর্মীর টানটান লড়াই জঙ্গলমহল ঝাড়গ্রামে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement