সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি সিবিআই জানিয়েছিল, অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে ১১৭ কোটি টাকা খুইয়েছেন নেটিজেনরা। এর মধ্যেই ফের সামনে এল আরও এক অনলাইন জালিয়াতির খবর। হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সাড়া দিয়ে ১ লক্ষ ৯৪ হাজার টাকা খোয়ালেন বেঙ্গালুরুর এক প্রবীণ নাগরিক। অভিযোগ তাঁকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করা হয়েছিল।
জানা যাচ্ছে, গত ৩০ নভেম্বর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান ৬৮ বছরের ওই ব্যক্তি। দেখা যায়, ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি থানায় বসে রয়েছেন। নিজেকে মুম্বই ক্রাইম ব্র্যাঞ্চের অফিসার বলে পরিচয় দেন প্রতারক। তারপর তাঁকে জানান, তিনি ব্যবসায়ী নরেশ গোয়েলের অর্থ তছরুপের মামলার একজন অভিযুক্ত। এরপর প্রায় একসপ্তাহ ওই ব্যক্তিকে ডিজিটাল গ্রেপ্তার করে রাখেন অভিযুক্ত। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ জেনে নিয়ে হাতিয়ে নেন ১ লক্ষ ৯৪ হাজার টাকা। প্রাথমিক ভাবে বুঝতে না পারলেও পরে সবই ধরতে পারেন বৃদ্ধ। বুঝতে পারেন তাঁকে ঠকানো হয়েছে। দ্রুত বেঙ্গালুরুর এক থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
তবে ওই বৃদ্ধ একাই নয়, সম্প্রতি এই ধরনের সাইবার অপরাধের ঘটনা বারবার ঘটছে। কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে একটি ‘জাল’ অ্যাপ ডাউনলোড করে ৪ কোটিরও বেশি টাকা খোয়ান কেরলের এক ব্যক্তি। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারে দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। আর তারপরই সিবিআইয়ের আধিকারিকরা রীতিমতো চমকে যান। জানা যায়, একই রকমভাবে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র বলছে, এই ধরনের প্রতারণাচক্র নিয়ন্ত্রিত হচ্ছে বিদেশ থেকে। তবে প্রতারকদের এপিসেন্টার দিল্লি-এনসিআর এলাকা। সব মিলিয়ে ৩ হাজারেরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর রয়েছে সিবিআইয়ের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.