সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে (WhatsApp) ‘গুড মর্নিং’ মেসেজ পাঠান নিয়মিত? যে কোনও সময় নিষিদ্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটে পরিষ্কার বলে দেওয়া আছে তাদের ‘পরিষেবার নিয়মনীতি’ ভঙ্গ করলে সেই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করে দেওয়া হবে। আর সেই নিয়মেই ঘনঘন ‘গুড মর্নিং’ জাতীয় মেসেজ পাঠালেও আপনি পড়তে পারেন বিপদে।
কিন্তু কেন? আসলে এই ধরনের বার্তা ঘনঘন পাঠিয়ে গেলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তা ‘স্প্যাম’ বলে গণ্য করতে পারে। হোয়াটসঅ্যাপ এখন প্রতি মাসেই লক্ষ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করছে। এর মধ্যে অন্যতম হল এই ধরনের ক্রিয়াকলাপ। আরও বেশ কিছু কারণেই নিষিদ্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। যেমন-
এছাড়াও বহু মানুষ আপনার অ্যাকাউন্ট রিপোর্ট করলে কিংবা হিংসায় প্ররোচনা দেওয়া ভিডিও বা ভুয়ো বার্তা ছড়ানো মেসেজ ফরোয়ার্ড করতে থাকলেও পড়তে পারেন সমস্যায়। হারাতে পারেন আপনার অ্যাকাউন্টটি।
কী হবে যদি আপনি আপনার অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেন? সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে মেল করতে পারেন আপনার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা সংক্রান্ত পদক্ষেপটি পুনর্বিবেচনা করার জন্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.