সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নতুন প্রতারণার ফাঁদ পেতেছে হ্যাকাররা। WhatsApp কর্তৃপক্ষের নাম ভাঁড়িয়ে মেসেজ পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের। চাওয়া হচ্ছে ভেরিফিকেশন কোড। যেটি মিললেই কেল্লাফতে! আপনার WhatsApp-এ অবাধ বিচরণ করতে পারবে হ্যাকাররা। তাই সাবধান হন এখুনি।
এক ব্যক্তি সম্প্রতি তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আনেন এই বিষয়টি। তিনি জানান, অপরিচিত একটি নম্বর থেকে স্প্যানিশে তাঁর কাছে একটি মেসেজ যায়। নম্বরটি WhatsApp-এর অফিশিয়াল নম্বর বলে দাবি করে ওই ব্যক্তির কাছে WhatsApp-এর চালু করার সময় যে ৬ ডিজিটের ভেরিফিকেশন কোডটি মোবাইল নম্বরে যায়, সেটি চাওয়া হয়। কিন্তু কেবল মাত্র নতুন করে কোনও স্মার্টফোনে WhatsApp-চালু করার ক্ষেত্রেই প্রয়োজন পড়ে ওই ভেরিফিকেশন কোডটির। তাই সন্দেহ হওয়ায় গোটা বিষয়টি টুইট করে জানান তিনি। এরপরই WABetaInfo-এর তরফে পালটা টুইটে জানানো হয় যে, WhatsApp-এর তরফে কখনই এধরনের মেসেজ করা হয় না। অতএব এটি ভুয়ো। পাশাপাশি, এবিষয়ে সকল ব্যবহারকারীকে সতর্কও করেন তাঁরা।
This is #FAKE. WhatsApp doesn’t message you on WhatsApp, and if they do (for global announcements, but it’s soooo rare), a green verified indicator is visible.
WhatsApp never asks your data or verification codes.@WhatsApp should ban this account. 😅 https://t.co/nnOehPL8Ca— WABetaInfo (@WABetaInfo) May 27, 2020
কিন্তু ভেরিফিকেশন কোডটি হাতে পেলে ঠিক কী করত অভিযুক্তরা? কোডটি পেলেই আপনার WhatsApp অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে চলে যাবে হ্যাকারের আয়ত্তে। আপনার ব্যক্তিগত চ্যাট থেকে শুরু করে ছবি, এমনকী কনট্যাক্টসে থাকা ফোন নম্বরও চলে যাবে তাঁদের হাতের মুঠোয়। তাই সাবধান, মনে রাখবেন WhatsApp-এর তরফে কখনই কোনও ব্যবহারকারীকে এধরণের মেসেজ করা হয় না। তাই কখনই কারও সঙ্গে ভেরিফিকেশন শেয়ার করার আগে ভাবুন। অপরিচিতের ক্ষেত্রে নৈব নৈব চ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.