সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতারণার জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার প্রবণতা বেড়েই চলেছে। আপনার অজান্তেই কোনও ভুয়ো মেসেজের ফাঁদ মুহূর্তে সর্বস্বান্ত করে দিতে পারে আপনাকে। এই ধরনের মেসেজগুলি ঘুরিফিরেই আসতে থাকে। সম্প্রতি তেমনই এক ভুয়ো মেসেজ (Fraud Message) ঘুরতে শুরু করেছে হোয়াটসঅ্যাপে (WhatsApp)। যেখানে বলা হচ্ছে, ২৫ লক্ষ টাকা জিতে গিয়েছেন সংশ্লিষ্ট ইউজার। এহেন টোপে একবার পা দিয়ে ফেললেই কিন্তু বিপদ!
এটা ঠিকই যে, আজকাল ইউজাররাও আগের থেকে অনেক বেশি সচেতন। তাই তাঁদের বোকা বানাতে নিত্যনতুন আইডিয়া কাজে লাগাচ্ছে প্রতারকরা। আর তাই হোয়াটসঅ্যাপ মেসেজে ব্যবহার করা হচ্ছে অমিতাভ বচ্চন ও প্রধানমন্ত্রী মোদির ছবি! সেই সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নামও লেখা হচ্ছে সেখানে।
ইউজারদের জানানো হচ্ছে, আপনি একটি লটারিতে ২৫ লক্ষ টাকা জিতেছেন। এরপর নির্দিষ্ট নম্বরে ফোন করতে বলা হচ্ছে। কেবল হোয়াটসঅ্যাপ কলই করতে বলা হচ্ছে। আর সেই কলেই পাতা হচ্ছে প্রতারণার চূড়ান্ত ফাঁদটি।
অনেক ক্ষেত্রে ছবিটির সঙ্গে পাঠানো হচ্ছে অডিও বার্তাও। সেই বার্তায় বুঝিয়ে বলা হচ্ছে, ওই লটারির পুরস্কারের অঙ্ক পেতে গেলে কী করতে হবে। এইভাবে ইউজারদের ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য জানতে চাওয়া হচ্ছে। নিঃসন্দেহে প্রস্তাবের ফাঁদে পা দিলেই মুহূর্তে সাফ হয়ে যাবে সঞ্চিত অর্থ। এই ধরনের মেসেজ আগেও এসেছে ইউজারদের কাছে। সেই বার্তাই ফের ফিরে এসেছে। জেনে নিন কী করা এই ধরনের ফাঁদের হাত থেকে রক্ষা পাবেন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.