Advertisement
Advertisement
PhonePe

অনলাইন পেমেন্টের নামে নগদ টাকা নিয়ে উধাও তরুণী! এবার প্রতারিত অটোচালক

ব্যাপারটা ঠিক কী?

Scammer uses fake PhonePe payment to trick auto rickshaw driver | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:August 8, 2023 5:52 pm
  • Updated:August 8, 2023 5:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন পেমেন্টের নামে অটোচালকের সঙ্গে প্রতারণা। এক টাকা না দিয়েও নগদ প্রায় ২৪ হাজার টাকা নিয়ে উধাও তরুণী। পুলিশের দ্বারস্থ অটোচালক। ঘটনাস্থল বেঙ্গালুরু।

ব্যাপারটা কী? অটোচালকের নাম শিবকুমার। বয়স ৫৮ বছর। তিনি এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময় এক তরুণী তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলেন। দু’জনের গন্তব্য একইদিকে হওয়ায় ওই অটোচালক রাজি হয়ে যান। যাওয়ার সময় ফোনে বন্ধুর সঙ্গে টাকা সংক্রান্ত কথা বলছিলেন অটোচালক। তরুণী তা শুনে ফেলেন। ওই অটোচালক জানিয়েছেন, এরপরই তরুণী তাঁর কাছে ফোন পে নম্বর চান। তাতে অটোচালক ভেবেছিলেন ভাড়া দেওয়ার জন্য চাইছেন। এরপর বন্ধুর সঙ্গে দেখা করে নগদ ২৫ হাজার টাকা নেন ওই অটোচালক। তরুণীর সামনেই টাকা গুণে নেন। তরুণী তা দেখে অটোচালককে জিজ্ঞেস করেন এই টাকাটা তার দরকার কি না।

Advertisement

[আরও পড়ুন: মাস্ক-জুকারবার্গের লড়াইয়ে সরাসরি সম্প্রচার, সংগৃহীত অর্থ যাবে সমাজকল্যাণের কাজে]

এরপরই তরুণী ওই অটোচালককে জানান যে, তাঁর কলেজে ফি দেওয়ার আছে। কিন্তু কলেজ অনলাইন পেমেন্ট নেয় না। তাই অটোচালকের কাছে নগদ টাকা চায় তরুণী। জানান, তিনি অনলাইনে অটোচালককে দিয়ে দেবেন। বিশ্বাস করেন শিবকুমার। তরুণী অটোচালকের থেকে ২৩৪০০ টাকা নেন। এদিকে জানান যে অনলাইনে ২৩৫০০ টাকা দিয়েছেন ভাড়া-সহ। তবে অটোচালক মেসেজ চেক করার আগেই তরুণী ঢুকে পড়ে কলেজে। এরপরই শিবকুমার বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। অ্যাকাউন্টে ঢোকেনি কোনও টাকা। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

[আরও পড়ুন: ব্যবহারকারীদের সুরক্ষায় বাড়তি নজর, এবার ই-মেল ভেরিফিকেশন আনছে WhatsApp]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement