Advertisement
Advertisement

Breaking News

ChatGPT

চাকরি গেল ChatGPT স্রষ্টার, স্যাম অল্টম্যানের মেধায় আস্থা নেই সংস্থার!

নিজের তৈরি প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত।

Sam Altman, CEO of ChatGPT-maker OpenAI ousted by company board
Published by: Monishankar Choudhury
  • Posted:November 18, 2023 8:59 am
  • Updated:November 18, 2023 9:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযুক্তি ক্ষেত্রে নয়া যুগের সূচনা করে বছর খানেক আগে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। কৃত্রিম মেধার এহেন দাপটে রীতিমতো শোরগোল পড়ে যায় বিশ্বে। যন্ত্রের দাপটে এবার বুঝি চাকরি যায় মানুষের! ওঠে গেল গেল রব। সেই ChatGPT-র স্রষ্টা ‘ওপেন এআই’ সংস্থার সিইও স্যাম অল্টম্যানকে সরাল বোর্ড। নিজের তৈরি প্রতিষ্ঠান থেকেই বিতাড়িত হতে হল তাঁকে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন মোতাবেক, শুক্রবার স্যাম অল্টম্যানকে সিইও পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় ‘ওপেন এআই’-র বোর্ড। একটি ব্লগ পোস্টে বোর্ড সাফ জানায়, অল্টম্যানের উপর আস্থা নেই। প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই তাঁর। জানা গিয়েছে, সাময়িকভাবে ‘ওপেন এআই’-র সিইও পদে বসছেন বর্তমানে টেকনোলজি অফিসার মিরা মুরাতি। এনিয়ে এক্স হ্যান্ডেলে অল্টম্যান লেখেন, ‘ওপেন এআই সংস্থায় খুব ভালো সময় কাটিয়েছি। ব্যক্তিগত ভাবে এই সময় আমার মধ্যে একটা পরিবর্তন এনেছে। এর পর কী হবে তা পরে জানাব।’

Advertisement

[আরও পড়ুন: YouTube ভিডিওর মাঝে আচমকা চালু পর্ন বিজ্ঞাপন! তারপর…]

এদিকে, এই ঘটনার পরই চ্যাটজিপিটির সহ-প্রতিষ্ঠাতা তথা সংস্থার প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান নিজে থেকেই পদত্যাগ করেন। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, ‘আটবছর আগে আমার ফ্ল্যাট থেকেই কাজ শুরু হয়েছিল। আমরা যা তৈরি করতে সক্ষম হয়েছি, তা নিয়ে আমি গর্বিত। একসঙ্গে আমরা অনেক কঠিন এবং ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি বলেই সাফল্য পেয়েছি।’

উল্লেখ্য, খুব দ্রুত উন্নতি করে চলেছে চ্যাটজিপিটি। অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন অল্টম্যান। এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কার দাবি করেছেন, চ্যাটজিপিটির অনেক ভালো দিক থাকলেও এর সবটাই সদর্থক নয়। তিনি বলেছিলেন, “এখনও বহু মানুষ মনে করেন সভ্যতার কল্যাণেই কাজ করবে এই চ্যাটবট। কোনওভাবেই মানুষের প্রতিদ্বন্দ্বী হবে না সে। কিন্তু বিষয়টা তা নয়। চাকরি অবশ্যই যাবে, একেবারে পূর্ণচ্ছেদের মতো”

[আরও পড়ুন: ডেলিভারি বয়কে অনলাইনে ৫ টাকা পাঠাতেই মাথায় হাত! মুহূর্তে ফাঁকা তরুণীর অ্যাকাউন্ট]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement