Advertisement
Advertisement

Breaking News

অবিশ্বাস্য দামে 4G স্মার্টফোন ও অানলিমিটেড ডেটার কম্বো!

রিলায়েন্স ফোর-জি হ্যান্ডসেটের দাম কমল চার হাজার টাকা পর্যন্ত৷

Reliance Offers 4G Phone With 3 Months Unlimited Data at Rs. 2,999 only
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 10, 2016 9:08 pm
  • Updated:June 25, 2019 1:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুলাই মাসের শুরুতেই রিলায়েন্সের লাইফ ব্র্যান্ডের স্মার্টফোনগুলির দাম একধাক্কায় অনেকটাই কমে গেল৷

এখন থেকে লাইফ ওয়াটার ২ মডেলটি ১৩,৪৯৯ টাকা নয়, মিলবে ৯,৪৯৯ টাকায়৷ লাইফ উইন্ড ৬ মডেলটিরও দাম কমে হল ৫,৯৯৯ টাকা৷ লাইফ ফ্লেম ২ মডেলটির দাম কমল প্রায় ১৩০০ টাকা৷ ফোনটি এখন কিনতে পাওয়া যাবে মাত্র ৪,৭৯৯ টাকায়৷

Advertisement

উপরের মডেলগুলির পাশাপাশি লাইফ ব্র্যান্ডের আরও একগুচ্ছ মডেলের দাম কমেছে৷ লাইফ ফ্লেম ৪, ৫ ও ৬ এখন বিক্রি হচ্ছে মাত্র ২,৯৯৯ টাকায়৷ লাইফ-এর সবকটি ফোনের সঙ্গে রিলায়েন্স জিও-র তিন মাসের ফ্রি আনলিমিটেড ডেটা ও ভয়েস কলিং অফার মিলছে৷ ভেবে দেখুন, মাত্র ২,৯৯৯ টাকায় একজন গ্রাহক নতুন ফোর-জি স্মার্টফোনের সঙ্গে ৩ মাসের অনলিমিটেড ফ্রি ডেটা ও ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন৷ এ দেশে এখনও রিলায়েন্স জিও-র 4G-র বাণিজ্যিক পরিষেবা শুরু হয়নি৷ এমপ্লয়ি রেফারাল প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষামূলক পরিষেবা শুরু হয়েছে৷ রিলায়েন্স সিডিএমএ গ্রাহকরা তাঁদের পুরনো ফোন পাল্টে নতুন লাইফ হ্যান্ডসেট পেতে পারেন আকর্ষণীয় অফারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement