সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিওর গ্রাহক? তাহলে আপনার জন্য ফের সুখবর৷ মুকেশ আম্বানির সংস্থা যে কথা ঘোষণা করেছে, তারপর ভোডাফোন কিংবা এয়ারটেল ব্যবহারকারী বন্ধুরা আপনাকে হিংসে করতেই পারেন৷
এবার কী খবর দিল জিও? কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হল, নতুন বছরে আর কোনও প্যাকের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না গ্রাহকদের৷ অর্থাৎ নতুন করে আর কোনও ট্যারিফেরই দাম বাড়াচ্ছে না জিও৷ পুরনো দামেই মিলবে সমস্ত পরিষেবা৷ সম্প্রতি ট্যারিফের দাম বাড়িয়েছে প্রথম সারির টেলিকম সংস্থাগুলি৷ জিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে স্বল্প খরচে অনেক সুযোগসুবিধা দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে ভোডাফোন, এয়ারটেলকে৷ ফলে লোকসানের মুখ দেখতে হয়েছে তাদের৷ সেই কারণে ফিরিয়ে আনা হয় পুরনো নিয়মও৷ জানানো হয়, মেয়াদ শেষে রিচার্জ না করলে ইনকামিং পরিষেবাও বন্ধ হয়ে যাবে৷ এমন পরিস্থিতিতে ট্যারিফের মূল্য না বাড়ানোর সিদ্ধান্ত স্বস্তি দিচ্ছে জিও গ্রাহকদের৷
জিও-র তরফে জানানো হয়েছে, বর্তমানে গ্রাহকের সংখ্যা বাড়াতে আগ্রহী কোম্পানি৷ তাই ট্যারিফের মূল্য নতুন করে বৃদ্ধি করা হবে না৷ আনলিমিটেড ফ্রি ভয়েস কল এবং সস্তায় ডেটা পরিষেবা দিয়ে অক্টোবর-ডিসেম্বরের কোয়ার্টারে মোটের উপর ৬৫ শতাংশ বেশি লাভের মুখ দেখেছে জিও৷ এবং পুরোটাই সম্ভব হয়েছে গ্রাহকের সংখ্যা বৃদ্ধির জন্য৷ উলটো দিকে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গিয়ে ক্ষতিই হয়েছে ভারতী এয়ারটেল এবং ভোডাফোনের বলে খবর৷ ফলে মনে করা হয়েছিল এ বছর জিও প্ল্যানের মূল্য বাড়লে কিছুটা স্বস্তি ফিরবে অন্যান্য সংস্থাগুলির৷ এমনকী গত দুবছরে যে স্ট্র্যাটেজিতে তারা গ্রাহক টেনেছে আগামী দিনে তেমনটা আর না করতে পারে বলেও ধারণা করা হয়েছিল৷ কিন্তু জিও ট্যারিফ না বাড়ানোর কথা ঘোষণা করায় আরও বিপাকে ভোডাফোন, এয়ারটেল৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.