Advertisement
Advertisement
Jio

ডেটা পরিষেবার পাশাপাশি এবার খবরের জগতেও পা রাখল Jio

খবরের নয়া অ্যাপ আনল রিলায়েন্স৷

Reliance Jio releases new app JioNews
Published by: Tanujit Das
  • Posted:April 12, 2019 6:03 pm
  • Updated:April 12, 2019 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডেটা পরিষেবা দেওয়ার পাশাপাশি এবার সরাসরি খবরের জগতে প্রবেশ করল রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সংস্থা৷ ‘জিও নিউজ’ নামের একটি খবর সংক্রান্ত অ্যাপ প্রকাশ করল তাঁরা৷ সংস্থার তরফে জানান হয়েছে, এই একটি অ্যাপের মধ্যেই লাইভ নিউজ, নিউজ ভিডিও, ম্যাগাজিন ও একাধিক নিউজপেপারকে একসঙ্গে পাওয়া যাবে৷ অর্থাৎ এক ছাতার তলায় মিলবে সংবাদের বিপুল সম্ভার৷

[ আরও পড়ুন: ডিজিটালের পর এবার ছাপার অক্ষরে নেটফ্লিক্স! ব্যাপারটা কী?  ]

Advertisement

‘মাই জিও’ অ্যাপের মধ্যেই যেমন জিও টিভি, জিও সিনেমা ইত্যাদি একসঙ্গে থাকে৷ এই ‘জিও নিউজের’ মধ্যেও ‘জিও এক্সপ্রেস নিউজ’, ‘জিও ম্যাগস’ ও ‘জিও নিউজপেপার’ একসঙ্গে থাকবে৷ সংস্থার তরফে জানান হয়েছে, প্লে-স্টোর ও অ্যাপল স্টোর দুটি ওএস সিস্টেমেই এই অ্যাপটি পাওয়া যাবে৷ ১২টি ভারতীয় ভাষায় এই অ্যাপে সংবাদ পড়তে পারবেন ব্যবহারকারীরা৷ সঙ্গে মিলবে ১৫০টি সংবাদ চ্যানেল দেখার সুযোগ৷ এবং একাধিক ভাষায় ২৫০টিরও বেশি সংবাদপত্র পড়তে পারবেন পাঠকরা৷ এতে থাকছে প্রসিদ্ধ ব্লগ ও আন্তর্জাতিক খবরের ওয়েবসাইট দেখার সুযোগও৷ জানা গিয়েছে, অন্যান্য নিউজ অ্যাপের মতোই একাধিক বিভাগ থাকবে জিও নিউজে৷ থাকবে রাজনীতি, খেলা, বিনোদন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, লাইফস্টাইল, ফ্যাশন, কেরিয়ার, হেলথ ইত্যাদি বিভাগ৷

 [ আরও পড়ুন: কীভাবে ভোট দেবেন? নতুন ভোটারদের শেখাচ্ছে গুগলের নয়া ডুডল ]

কীভাবে এই অ্যাপ ব্যবহার করবেন?

১৷ প্রথমে প্লে-স্টোর বা অ্যাপেল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে৷

২৷ অ্যাপটিকে অ্যাকটিভেট করতে হবে৷

৩৷ পছন্দের ভাষা নির্বাচন করতে হবে৷

এরপরই ব্যবহারকারী প্রবেশ করতে পারবেন জিও নিউজের জগতে৷ হাতের মুঠোয় পেয়ে যাবেন রাজ্য তথা দেশ তথা বিদেশের হাজারও খবর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement