Advertisement
Advertisement
Reliance

iPhone 15 কিনলে ৬ মাসের রিচার্জ পেতে পারেন বিনামূল্যে, জানেন কীভাবে?

জেনে নিন খুঁটিনাটি।

Reliance Jio Offer: Buy iPhone 15 And Get Six Months Recharge free | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 24, 2023 4:53 pm
  • Updated:September 24, 2023 4:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই বাজারে এসেছে আইফোন ১৫। কিনবেন বলে ভাবছেন? জানেন কি সদ্য আত্মপ্রকাশ করা এই ফোন কিনলে ৬ মাসের রিচার্জ পেয়ে যেতে পারেন একেবারে বিনামূল্যে? আসুন জেনে নেওয়া যাক বিষয়টা ঠিক কী।

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, আইফোন ১৫ কিনলে আকর্ষনীয় অফার দিচ্ছে জিও। ফোন কিনলে জিও’র ৩৯৯ টাকা মূল্যের রিচার্জ প্ল্যানটি আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আগামী ৬ মাস। অর্থাৎ আপনার সাশ্রয় হবে প্রায় আড়াই হাজার টাকা। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্তও রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: এক অ্যাকাউন্ট থেকেই একাধিক প্রোফাইল! ইউজারদের স্বার্থে নয়া ফিচার নিয়ে হাজির Facebook]

কী সেই শর্ত? আপনি যে কোনও জায়গা থেকে আইফোন ১৫ কিনলে, এই অফারটি পাবেন না। এটি পেতে হলে যেকোনও রিলায়েন্স স্টোর থেকে আপনাকে কিনতে হবে ফোনটি। সেক্ষেত্রেই পাবেন বিনামূল্যে রিচার্জের সুবিধা।

জানেন কি কি পাবেন এই ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানে? জিও’র এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। সেই সঙ্গে থাকবে প্রতিদিন ১০০ টি করে এসএমএস, আনলিমিটেস ভয়েস কল। রিলায়েন্স স্টোর থেকে ফোনটি কিনলে তবেই এই যাবতীয় সুবিধা ৬ মাসের জন্য পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। তবে আইফোন ১৫ বাদে অন্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই অফারটি মিলবে না। 

[আরও পড়ুন: এবার চ্যানেল ফিচার নিয়ে হাজির WhatsApp, জানুন তৈরি করবেন কীভাবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement