সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও ব্যবহার করেন? আপনি যদি প্রিপেইড গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে হাজির জিও। শুধু আনলিমিটেড কল বা ইন্টারনেট নয়, মিলবে আরও একগুচ্ছ সুবিধা।
ব্যাপারটা ঠিক কী? ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে জিও। সংস্থার তরফে আনা হয়েছে একবছরের একটি বিশেষ প্ল্যান। ৩৬৫ দিনের এই প্ল্যানের মূল্য ২,৯৯৯ টাকা। এতে পাবেন প্রতিদিন ২.৫ জিবি ৫জি ডেটা। মোট ৯১২ জিবি ডেটা। পাবেন অতিরিক্ত আরও ৫ জিবি ডেটা। এখানেই শেষ নয়। বিশেষ এই প্ল্যান রিজার্চ করলে অতিরিক্ত ছাড় পাবেন সুইগিতে। ছাড় মিলবে বিমানের টিকিটেও।
সংস্থা সূত্রে খবর, এই প্ল্যান রিচার্জ করলে সুইগিতে ২৪৯ টাকা বা তার বেশি টাকার অর্ডারে পাবেন ১০০ টাকা ছাড়। বিমানের টিকিট বুকিংয়ে পাবেন ১৫০০ টাকা পর্যন্ত ছাড়। Yatra অ্যাপে দেশের ভিতর হোটেল বুকিংয়ে পেতে পাবেন ১৫ শতাংশ (চার হাজার টাকা পর্যন্ত) ছাড়। Ajio অ্যাপে ৯৯৯ টাকার উপরে কেনাকাটায় পাবেন ২০০ টাকা ছাড়। এমনকী রিলায়েন্স ডিজিটাল থেকে কেনাকাটা করলে নির্দিষ্ট কিছু জিনিসে পাবেন ১০ শতাংশ ছাড়।
কীভাবে রিচার্জ করবেন?
1. নিজের ফোনে My Jio অ্যাপটি খুলুন।
২. ক্লিক করুন রিচার্জ ট্যাবে। এরপর বেছে নিন ২.৯৯৯ টাকার প্ল্যানটি।
৩. এবার যে নম্বরে রিচার্জ করতে চান, সেটি অ্যাপে দিন।
৪. পেমেন্ট করুন।
৫. পেমেন্ট করা হয়ে গেলেই অ্যাকটিভেট হয়ে যাবে প্ল্যানটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.