Advertisement
Advertisement
Reliance Jio

দীপাবলিতে ধামাকা অফার জিও’র, রিচার্জে মিলবে ৩হাজার টাকা পর্যন্ত ভাউচার

রিচার্জ প্ল্যানে মিলবে বেড়াতে যাওয়া, খাওয়া ও অনলাইন কেনাকাটার বিশেষ ভাউচার।

Reliance Jio Diwali Dhamaka’ Offer With Free Vouchers Worth Rs. 3,350 Announced
Published by: Amit Kumar Das
  • Posted:October 26, 2024 7:13 pm
  • Updated:October 26, 2024 11:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলি উপলক্ষে গ্রাহকদের জন্য অফার নিয়ে এল রিলায়েন্স জিও। ‘দিওয়ালি ধামাকা’ অফারে ৫জি ত্রৈমাসিক ও বার্ষিক প্রিপেড রিচার্জ প্ল্যানে মিলবে বেড়াতে যাওয়া, খাওয়া ও অনলাইন কেনাকাটার বিশেষ ভাউচার। পাশাপাশি সংস্থার তরফে আরও একটি অফার ঘোষণা করা হয়েছে। যেখানে, রিলায়েন্স ডিজিটাল ও মাইজিও স্টোরে ২০ হাজার টাকার কেনাকাটায় মিলবে এক বছরের জন্য ‘জিও এয়ার ফাইবার’ সাবস্ক্রিপশন।

৫জি গ্রাহকদের জন্য জিওর ‘দিওয়ালি ধামাকা’ অফারে ৮৯৯ টাকার ত্রৈমাসিক রিচার্জে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল, দৈনিক ২জিবি ডেটা ও ২০ জিবি বাড়তি ডেটা। যার বৈধতা থাকবে ৯০ দিন। পাশাপাশি ৩৫৯৯ টাকায় গ্রাহকরা পাবেন দৈনিক ২.৫ জিবি ডেটা। যার বৈধতা থাকবে ৩৬৫ দিন। শুধু তাই নয়, ৩৫৯৯ টাকার এই রিচার্জে গ্রাহকরা পাবেন ৩হাজার টাকার ভাউচার যা ব্যবহার করা যাবে ‘ইজি মাই ট্রিপ’-এ হোটেল ও বিমান যাত্রায়। এছাড়া ২০০ টাকার কুপন। যা অনলাইন শপিং সংস্থা ‘আজিও’ থেকে ৯৯৯ টাকার ঊর্ধ্বে কোনও কিছু কেনাকাটায় ব্যবহার করা যাবে। এর পাশাপাশি গ্রাহকরা পাবেন অনলাইন ফুড ডেলিভারি সংস্থা ‘সুইগি’র ১৫০ টাকার কুপন।

Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, জিওতে রিচার্জ করার পর এই সকল ভাউচার সরাসরি চলে যাবে গ্রাহকের জিও অ্যাকাউন্টে। সেখান থেকে ‘রিডিম’ করা যাবে এই ভাউচারগুলি। কীভাবে এর সুবিধা পাওয়া যাবে তাও বিস্তারিত জানানো হয়েছে সংস্থা তরফে। বলা হয়েছে, এক্ষেত্রে গ্রাহককে যেতে হবে মাই জিও অ্যাপে। সেখানে অফার সেকশনে গিয়ে খুলতে হবে ‘মাই উইনিংস’ অপশন। সেখানেই পাওয়া যাবে সব কুপন। কুপন স্পর্শ করলেই তা রিডিম হয়ে যাবে।

এর পরবর্তী প্রক্রিয়া আরও সহজ। গ্রাহক সংশ্লিষ্ট কুপনের কোড কপি করবেন, এর পর সুবিধা নিতে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (ইজি মাই ট্রিপ, সুইগি, আজিও ও অন্যান্য) যেতে হবে। সেখানে পেমেন্ট করার সময় ব্যবহার করতে হবে কুপন কোড। সংস্থার তরফে জানানো হয়েছে, এই অফার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে অফারটি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement