Advertisement
Advertisement

Breaking News

Reliance Jio

বন্ধ হয়ে গেল রিলায়েন্স জিওর ১২টি জনপ্রিয় প্ল্যান! দেখা যেত ডিজনি প্লাস হটস্টারও

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানগুলি বন্ধ হয়ে গিয়েছে।

Reliance Jio discontinues these popular prepaid plans | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 14, 2022 7:21 pm
  • Updated:October 14, 2022 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি রিলায়েন্স জিও গ্রাহক? তাহলে জেনে রাখুন, মুকেশ আম্বানির সংস্থা নাকি চুপিসারে বেশ কয়েকটি রিচার্জ ও অ্যাড অন প্ল্যান বন্ধ করে দিয়েছে! এর মধ্যে বেশ কয়েকটি প্ল্যানে রিচার্জ করলে বিনামূল্যে পাওয়া যেত ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনও।

যে কোনও উৎসব কিংবা বিশেষ দিনে আকর্ষণীয় অফার এনে গ্রাহকদের মুখে হাসি ফোটায় জিও। তবে এবার বেশ কয়েকটি সস্তার রিচার্জ প্ল্যান বন্ধ হওয়ায় সমস্যায় সাধারণ গ্রাহকরা। সংস্থার অফিলিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছে জনপ্রিয় ১২টি প্ল্যান। ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) সাবস্ক্রাইব করা যায়, বর্তমানে শুধুমাত্র এমন দু’টি প্ল্যানই রয়েছে জিওর।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় হাজির ভারতীয় দলের একমাত্র মহিলা সদস্য, কে এই রাজলক্ষ্মী?]

চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন প্ল্যানগুলি বন্ধ হয়ে গিয়েছে।
১৫১ টাকার ডিজনি প্লাস হটস্টার অ্যাড-অন প্যাক।
৫৫৫ অ্যাড অন রিচার্জ প্ল্যান।
৬৫৯ টাকার অ্যাড অন প্ল্যান।
৩৩৩ টাকার ডিজনি প্লাস হটস্টার রিচার্জ প্ল্যান।
৪৯৯ টাকার প্রিপেড প্ল্যান।
৫৮৩ টাকার প্ল্যান।
৬০১ টাকার প্ল্যান।
৭৮৩ টাকার প্ল্যান।
৭৯৯ টাকার প্ল্যান।
১০৬৬ টাকার প্ল্যান।
২৯৯৯ টাকার প্ল্যান।
৩১১৯ টাকার প্ল্যান।

কোন কোন প্রিপেড প্ল্যানে বর্তমানে মিলছে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন?
ওয়েবসাইট অনুযায়ী, ১৪৯৯ টাকার প্ল্যানে রিচার্জ (Jio Recharge Plan) করলে প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে পাওয়া যায় ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশনও। এর মেয়াদ ৮৪ দিন। এদিকে ৪১৯৯ টাকা টাকার রিচার্জটিতেও মিলবে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন। সঙ্গে পাবেন প্রতিদিন ৩ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। 

তবে সস্তার প্ল্যানগুলো বন্ধ করে দেওয়া হলেও শোনা যাচ্ছে, শীঘ্রই নতুন রিজার্চ প্ল্যান আনতে চলেছে জিও। মধ্যবিত্ত গ্রাহকদের কথা ভেবেই বাজেট ফ্রেন্ডলি প্ল্যান আনতে পারে সংস্থা।

[আরও পড়ুন: ‘লকেট পায়ের নূপুর হয়েই থাকবে’, বিজেপি সাংসদকে বিদ্রুপ চুঁচুড়ার তৃণমূল বিধায়কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement