Advertisement
Advertisement
special Jiophone

বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য কল্পতরু রিলায়েন্স জিও, কী অফার দিচ্ছে সংস্থা?

জেনে নিন এই প্রতিবেদনে।

Reliance Jio announced a special Jiophone recharge plan
Published by: Tanujit Das
  • Posted:July 29, 2018 6:07 pm
  • Updated:April 11, 2019 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষার মরশুমে গ্রাহকদের জন্য লোভনীয় অফার নিয়ে হাজির রিলায়েন্স জিও৷ Monsoon Hungama offer-এর আওতায় জিও ফোন ব্যবহারকারীদের কার্যত হাত খুলে, ঢালাও সুবিধা প্রদান করছে রিলায়েন্স৷ সংস্থাটি জানাল, এই বর্ষার মরশুমে নতুন জিও ফোন কিনলেই মিলবে ছ’মাসের জন্য বিনামূল্যে ভয়েস কল ও ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ৷ এরজন্য কেবল একবারই ৫৯৪ টাকা দিয়ে রিচার্জ করতে হবে ক্রেতাকে৷

[ফেসবুকের শেয়ারে ধস, একদিনেই রেকর্ড লোকসান জুকারবার্গের]

Advertisement

এখানেই শেষ নয়, ঝুলিতে রয়েছে আরও আকর্ষণীয় অফার৷ মনসুন হাঙ্গামা এক্সচেঞ্জ অফারের আওতায় মাত্র ১০১ টাকার রিচার্জ করলেই মিলবে একমাসের জন্য প্রত্যহ ৬ জিবি অতিরিক্ত ইন্টারনেট ডেটা৷ সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বর্তমানে জিও ফোনের সঙ্গে দুটি অফার বাজারে চালু রয়েছে৷ প্রথমটি ৪৯ টাকার ও দ্বিতীয়টি ১৫৩ টাকার৷ ৪৯ টাকার রিচার্জ করলেই একমাস ব্যবহারের জন্য মিলবে এক জিবি ডেটা এবং ১৫৩ টাকার রিচার্জে একমাস ব্যবহারের জন্য মিলবে দেড় জিবি ডেটা৷ জানা গিয়েছে, এই দুটি ডেটা প্যাক বাজার থেকে তোলার এখনই কোনও পরিকল্পনা নেই জিও-র৷ কারণ, এখনও অনেক উপভোক্তা রয়েছেন যাদের কাছে ডেটা প্যাকের চেয়েও ভয়েসকল বেশি প্রয়োজনীয়৷ ফলে তারা কম টাকায় বিনামূল্যে ভয়েসকল পেলেই খুশি থাকেন৷

[কাটল বাধা, ভোডাফোন-আইডিয়ার সংযুক্তিকরণে ছাড়পত্র দিল কেন্দ্র]

গত ৫ জুলাই জিও ফোনের মনসুন হাঙ্গামা অফার উদ্বোধন করেন রিলায়েন্স প্রধান তথা শিল্পপতি মুকেশ আম্বানি৷ মাত্র ৫০১ টাকার বিনিময়ে পুরনো ফিচারের ফোন পালটে নয়া প্রযুক্তির জিও ফোন পকেটে ভরার সুযোগ করে দেন তিনি৷ আসন্ন ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন থেকেই বাজারে আসছে জিও ফোন ২-এর নয়া মডেল৷ মিলবে মাত্র ২৯৯৯ টাকার বিনিময়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement