Advertisement
Advertisement

Breaking News

Govt apps

ফের বাড়ছে করোনার প্রকোপ, সুরক্ষিত থাকতে ইনস্টল করে ফেলুন এই ৫ অ্যাপ

মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1।

Reinstall these Govt apps amid Covid surge | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:December 28, 2023 7:26 pm
  • Updated:December 28, 2023 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে নতুন করে চওড়া হচ্ছে করোনার থাবা। কেরল, কর্নাটক, মহারাষ্ট্রের মতো রাজ্যে চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস (Corona Virus)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী বাংলাতেও নতুন করে কোভিডে প্রাণ হারিয়েছেন একজন। এমন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে দফায় দফায় বৈঠক করছে কেন্দ্র এবং রাজ্যগুলি। জারি করা হচ্ছে নানা বিধিনিষেধও। আরও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1। এই সাব-ভ্যারিয়েন্টে মৃত্যুর হার কম হলেও তা ধীরে ধীরে ভারতের প্রায় সব রাজ্যেই ছড়িয়ে পড়ছে। তাই বর্ষশেষের উৎসবের মাঝে নিজেকেই সতর্ক থাকতে হবে। আর সতর্কতা অবলম্বন করার প্রথম পদক্ষেপ হোক মোবাইলে এই সরকারি অ্যাপগুলি নতুন করে ইনস্টল করা।

বিশ্বজুড়ে কোভিডের চোখরাঙানির সময় কিছু অ্যাপ মোবাইলে ইনস্টল করা ছিল বাধ্যতামূলক। যদি সেসব আনইনস্টল করে ফেলে থাকেন, তাহলে আবারও ইনস্টল করে ফেলুন।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি শুনছি কেউ কেউ অনেক বড় হয়ে গিয়েছেন’, গোষ্ঠীকোন্দলে কড়া মমতা]

আরোগ্য সেতু: এই অ্যাপে কোভিড সংক্রান্ত যাবতীয় আপডেট পেয়ে যাবেন। দেশে কী হারে সংক্রমণ বাড়ছে, কোন রাজ্যে কী কী সতর্কতা জারি করা হয়েছে, এই ধরনের নানা তথ্য এক ক্লিকেই পেয়ে যাবেন।
ডিজি যাত্রা: বছর শেষে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। সেক্ষেত্রে এই অ্যাপটি বেশ কাজের। ভ্রমণের ক্ষেত্রে কোন রাজ্য বা দেশ কী কী গাইডলাইন জারি করেছে, সেসব খবর অনায়াসেই পাওয়া যাবে এখানে।

কো-উইন: ভ্যাকসিন কিংবা ভ্য়াকসিন সার্টিফিকেট সংক্রান্ত কোনও তথ্যের প্রয়োজন হলে এই সরকারি অ্যাপই আদর্শ। একটা সময় টিকা নেওয়ার জন্য প্রত্যেকেই এই অ্য়াপ ইনস্টল করেছিলেন। আবারও এটি প্রয়োজনে ফোনে রাখতে পারেন।
ই-সঞ্জীবনী: কোভিড নিয়ে চিকিৎসকদের পরামর্শ, কোনও ওষুধ প্রয়োজন কি না, এই ধরনের সব প্রশ্নের উত্তর দেয় এই অ্যাপ। তাই JN.1 জমানায় আবারও অ্যাপটি ইনস্টল করতে পারেন।

মাইগোভ করোনা হেল্পডেস্ক: কোভিড সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে, কিংবা কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে এই অ্যাপটি স্মার্টফোনে রাখাই বুদ্ধিমানের কাজ।

[আরও পড়ুন: ৪২ বছরেও বাহুবলী এমএস ধোনি! এবার বাইসেপ দেখিয়ে ভাইরাল হলেন ক্যাপ্টেন কুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement