Advertisement
Advertisement

জলের দরে ভারতের বাজারে আসছে Redmi Go

জেনে নিন কী কী ফিচার রয়েছে Redmi Go-এ।

Redmi to launch cheapest smartphones in India to capture market
Published by: Sulaya Singha
  • Posted:March 18, 2019 4:52 pm
  • Updated:March 18, 2019 4:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলির আগে নতুন স্মার্টফোন কেনার প্ল্যান রয়েছে। অথচ পকেটে টান? চিন্তা নেই। অত্যন্ত সস্তায় একগুচ্ছ ফিচার যুক্ত স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে শাওমি। মঙ্গলবারই ভারতীয় বাজারে আসতে চলেছে চিনা সংস্থার নয়া হ্যান্ডসেট Redmi Go।

চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থাটি আগেই জানিয়েছিল, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভারতীয়দের কথা মাথায় রেখেই নয়া ফোন আনছে তারা। কথা রেখেছে শাওমি। এর আগেও দুর্দান্ত সব ফিচার যুক্ত ফোন বাজারে এনে ক্রেতাদের মন কেড়েছে কোম্পানি। এবারও চমক দিল তারা। বিভিন্ন ভাষাভাষির দেশ এই ভারত। তাই নয়া স্মার্টফোনটিতে কুড়িটি ভাষা সাপোর্ট করবে বলে জানিয়েছে শাওমি। চলুন জেনে নেওয়া যাক আর কী কী ফিচার রয়েছে Redmi Go-এ।

Advertisement

[জানেন, কীভাবে নেটফ্লিক্স-আমাজন প্রাইমের শো ডাউনলোড করবেন?]

৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের স্মার্টফোনটির রেজোলিউশন ১২৮০x৭২০ পিক্সল। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াড-কোর প্রসেসরের মডেলটি ব়্যাম এক জিবি। এর ইন্টারনাল মেমোরি ৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। অ্যান্ডড্রয়েড ৮.১ ওরিও ( Go এডিশন) ভার্সনে চালিত ফোনটিতে Gmail Go, Assistant Go, Maps Go-এর মতো অ্যাপগুলি আগে থেকেই ইনস্টল করা আছে। কম বাজেটের মডেলটির ক্যামেরা কোয়ালিটিও মন্দ নয়। এতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ৮ মেগাপিক্সল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য আছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা।

৩০০০ এমএএইচ ব্যাটারিযুক্ত স্মার্টফোনটি ১৯ মার্চ অর্থাৎ আগামিকাল থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্টে পাওয়া যাবে। এবার হল আসল প্রশ্ন, Redmi Go-এর দাম কত? কোম্পানির তরফে যদিও এখনও এর দাম ঘোষণা করা হয়নি। তবে যা খবর, তিন থেকে চার হাজার টাকার মধ্যেই হবে এর মূল্য। অর্থাৎ জিও ফোন ও জিও ফোন টু-কে Redmi Go জোর টেক্কা দেবে, তা স্পষ্ট। অ্যান্ড্রয়েড গো স্মার্টফোনের বাজারে এটাই হয়তো সবচেয়ে সস্তার ফোন হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement