Advertisement
Advertisement
ল্যাপটপ

বাজারে আসছে Redmi-র ল্যাপটপ, জেনে নিন আকর্ষণীয় ফিচার

বাজারে আসার আগেই ফাঁস হয়েছে Redmi Book 14-এর ফিচারগুলি।

Redmi laptop to be named as RedmiBook 14, specifications leaked
Published by: Sulaya Singha
  • Posted:May 18, 2019 4:51 pm
  • Updated:May 18, 2019 4:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্মার্টফোনের বাজারে জাঁকিয়ে বসেছে রেডমি। নতুন নতুন হ্যান্ডসেট এনে মোবাইল প্রেমীদের আকৃষ্ট করতে সফল তারা। ফলে ভিভো-ওপ্পো-স্যামসংয়ের সঙ্গে সমানে পাল্লা দিয়ে এগিয়ে যেতে সক্ষম রেডমি। এবার তাদের হাত ধরে সস্তায় ল্যাপটপও কিনে ফেলতে পারবেন ক্রেতারা। জানা যাচ্ছে, শীঘ্রই বাজারে আসছে Redmi Book 14। যার ফিচারগুলি ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে।

[আরও পড়ুন: ধর্মীয় ভাবাবেগে আঘাত! আমাজনের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ ক্ষুব্ধ হিন্দুত্ববাদীরা]

চিনের বাজারে এই প্রথম ল্যাপটপ আনছে রেডমি। ইতিমধ্যেই দু’টি সূত্র থেকে এই ল্যাপটপের একাধিক ফিচার প্রকাশ্যে এসেছে। Bluetooth SIG ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, নয়া ল্যাপটপ ব্লুটুথ ৪.০ সাপোর্ট করবে। ১৪ ইঞ্চির Redmi Book 14 ইনটেল Core i3, Core i5 অথবা Core i7 মোবাইল প্রসেসরে মিলবে। এতে থাকবে অনবোর্ড গ্রাফিক্স। ৪ জিবি এবং ৮ জিবি ব়্যামের দুটি ভিন্ন মডেল বেছে নিতে পারবেন ক্রেতারা। যে দুটির স্টোরেজ ২৫৬ জিবি এবং ১২৮ জিবি। এছাড়াও এসডি কার্ড ভরে মেমোরি বাড়ানোর অপশনও থাকছে। এই ল্যাপটপটি চলবে উইনডোজ ১০ সিস্টেমে। শোনা যাচ্ছে, মোবাইলের মতো এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। অর্থাৎ আপনার হাতের স্পর্শেই ওপেন হবে আপনার ব্যক্তিগত ল্যাপটপটি।

Advertisement

ল্যাপটপটির ওজন এক কেজি ৩০ গ্রাম। মানে অনায়াসে এটি যত্রতত্র নিয়ে যাওয়া যাবে। আপাতত শুধু রুপোলি রঙেই বাজারে আসছে Redmi Book 14। এবার হল আসল প্রশ্ন। কত মূল্য একগুচ্ছ ফিচার-যুক্ত ল্যাপটপটির? না, কোম্পানির তরফে এখনও সে বিষয়ে কিছুই জানানো হয়নি। কবে দাম জানতে পারবেন ক্রেতারা, তাও স্পষ্ট নয়। তাছাড়া মোবাইল প্রস্তুতকারী সংস্থা নয়া ল্যাপটপের বিষয়ে সরকারিভাবে কোনও ফিচারের কথা জানায়নি। এসবই জানা গিয়েছে সূত্র মারফত। তবে কোম্পানির রেকর্ড বলছে, ক্রেতাদের বাজেটের মধ্যেই ল্যাপটপ বাজারে আনবে তারা। এবার দেখার, চিনের পর কবে ভারতীয় বাজারে জনপ্রিয় হয়ে ওঠে রেডমির ল্যাপটপ।

[আরও পড়ুন: আবেদন জমার দুদিনের মধ্যে হাতে পাবেন প্যান কার্ড, জানুন কীভাবে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement