সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন নজরে পড়ছে একটাই জিনিস, পিংক হোয়াটসঅ্যাপ। কেউ কেউ ডাউনলোডও করে ফেলেছেন অতিরিক্ত ফিচারের আশায়। আপনি সেই তালিকায় নেই তো? তাহলে এখুনি ফোন থেকে মুছে ফেলুন এই অ্যাপ। নাহলে ঘনাতে পারে ভয়ংকর বিপদ।
জানেন কী এই পিঙ্ক হোয়াসটঅ্যাপ? পুলিশ সূত্রে খবর, এখন স্মার্ট ফোন ব্যবহারকারীদের কাছে একটি লিংক পাঠানো হচ্ছে জালিয়াতদের তরফে। বলা হচ্ছে লিংক থেকে হোয়াটসঅ্যাপ আপডেট করতে। তাতেই নাকি মিলবে গোলাপী হোয়াটসঅ্যাপ। অনেকেই না বুঝে তা করছেন, এরপরই ব্যবহারকারীর ফোন কবজা করে নিচ্ছে হ্যাকাররা। ফোনের সমস্ত তথ্য যাবে হ্যাকারদের হাতে। ফলে জালিয়াতরা সেই তথ্য বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতেই পারে।
ফলে এখুনি সকলকে সতর্ক হতে হবে সকলকে। হোয়াটসঅ্যাপে আসা কোনও লিংক ক্লিক করার আগে ভাল করে তা যাচাই করে নিতে হবে। সামান্য ভুলেই ভয়ংকর বিপদে পড়তে হতে পারে।
*… WHATSAPP PINK -A Red Alert For Android Users …*’
*… व्हॉट्सॲप पिंक Android वापरकर्त्यांसाठी रेड अलर्ट …*
*…व्हाट्सएप गुलाबी (पिंक) Android उपयोगकर्ताओं के लिए एक रेड अलर्ट…*#CyberSafeMumbai
REGARDS,
NORTH REGION CYBER POLICE STATION,
CRIME BRANCH, CID, MUMBAI pic.twitter.com/viTbVrcWrn— NORTH REGION CYBER POLICE CRIME WING (@north_mum) June 16, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.