Advertisement
Advertisement

Breaking News

Paytm

অর্থ সুরক্ষিত রাখতে Paytm ছাড়ুন, অন্য পেমেন্ট অপশন ব্যবহারের পরামর্শ দিল CAIT

লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে পেটিএমের বিরুদ্ধে।

RBI restriction on Paytm, CAIT advises traders to switch from Paytm | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 4, 2024 6:51 pm
  • Updated:February 4, 2024 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটিএমে পেমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাশ টেনেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এই নির্দেশিকার পরই ব্যবসায়ীদের সতর্ক করল কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। পেটিএম ছেড়ে অন্য অনলাইন পেমেন্ট অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফে।

রবিবার একটি বিজ্ঞপ্তি দিয়ে CAIT-র তরফে জানানো হয়েছে, পেটিএমের উপর বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তাই CAIT-র সুপারিশ, নিজেদের অর্থ সুরক্ষিত রাখতে এবং নির্ভয় ও নির্ঝঞ্ঝাটে লেনদেনের জন্য ইউজাররা যেন অন্য পেমেন্ট প্ল্য়াটফর্ম বেছে নেন। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে পাইকারি বিক্রেতা, হকাররা পেটিএমের মাধ্যমে লেনদেন করে থাকেন। কিন্তু খোদ রিজার্ভ ব্যাঙ্ক যখন পেটিএমের বিরুদ্ধে পদক্ষেপ করেছে, তখন সতর্ক থাকাই উচিত। নিজের অর্থ নিরাপদ রাখতে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর পরামর্শই দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ওরা বিজেপিতে যোগ দিতে বলছে, আমি বলেছি…’, বিস্ফোরক কেজরিওয়াল]

প্রসঙ্গত, আরবিআইয়ের (Reserve Bank of India) তরফে জানানো হয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ করা হচ্ছে। কারণ লাগাতার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তৃতীয় সংস্থার অডিটেও উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি। তার জেরে গত বছরও জরিমানার মুখে পড়েছিল পেটিএম। এবার সরাসরি শাস্তি পেল আর্থিক লেনদেনের অ্যাপটি।

পেটিএমের বিরুদ্ধে চিনের কাছে গ্রাহকদের তথ্য পাচারের অভিযোগ উঠেছিল। একটি চিনা সংস্থা পরোক্ষভাবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই ভারতীয় গ্রাহকদের তথ্য নাকি পাচার করা হচ্ছে সে দেশে। যা রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইনের বিরুদ্ধে। যার পরই ২৯ ফেব্রুয়ারি থেকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ করে দেওয়া হয়। তবে ইতিমধ্যেই যাঁরা পেটিএম ব্যবহার করেন, তাঁদের টাকা তুলে নিতে সমস্যা হবে না বলেই খবর।

[আরও পড়ুন: তুমি শুধু আমারই! স্ত্রীর দ্বিতীয় বিয়ে রুখতে আসরেই ‘তাণ্ডব’ স্বামীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement