সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার ও রেশন কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া সহজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরা বাড়ি এসে আধার ও রেশন কার্ড লিংক করে দেন। কিন্তু এবার আপনি নিজেই সুবিধামতো এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তাও আবার বাড়ি বসেই। আমজনতার মুশকিল আসান করতে এবার অনলাইনেই সংযোগ করা যাবে আধার ও রেশন কার্ড (Ration Card)।
গত বছর খাদ্যদপ্তর ই-কেওয়াইসি ব্যবস্থা চালু করে। যাতে রেশন দোকানে গিয়ে একইসঙ্গে আধার কার্ডের (Aadhaar Card) সংযুক্তিকরণ ও বৈধতা যাচাই হয়ে যায়। রেশন দোকানে থাকা ই–পস মেশিনের মাধ্যমে আধার নির্ভর এই বায়োমেট্রিক প্রামাণ্যের কাজ দ্রুত করা সম্ভব হয়। কিন্তু এবার আর রেশন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। খাদ্যদপ্তরের কর্মীকেও আপনার কাছে যেতে হবে না। নিজেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের eKYC করতে পারবেন।
একনজরে দেখে নেওয়া কীভাবে করবেন সংযুক্তিকরণ:
১. https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
২. সেখানে ‘লিংক আধার কার্ড উইথ আরসি’ বলে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩. এবার সেখানে নিজের রেশন কার্ড ক্যাটেগরি ও নম্বর দিন।
৪. এবার আপনি নিচের দু’টি কাজের মধ্যে যেটি করতে চান, সেটি সিলেক্ট করুন।
a. আধার ও মোবাইল নম্বর আপডেট
b. শুধু মোবাইল নম্বর আপডেট
৫. এবার আধার অথবা মোবাইল নম্বর টাইপ করে আধার যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করে নিন।
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) March 19, 2022
প্রয়োজনে টোল ফ্রি নম্বরে ফোন করেও সাহায্য চাইতে পারেন। নম্বরটি হল 1967/1800355505। এছাড়া 9903055505 হোয়াটসঅ্যাপ চ্যাটবটেও সাহায্য পেতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.