Advertisement
Advertisement

Breaking News

Ration-Aadhar Link

ফের রেশন-আধার সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র, জেনে নিন নয়া ডেডলাইন

রেশনে বায়োমেট্রিক সংযোগের কাজ চলছে রাজ্যে।

ration card and aadhaar attachment deadline extended by Centre | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:March 24, 2022 12:13 pm
  • Updated:March 24, 2022 12:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন কার্ডের (Ration Card) সঙ্গে আধার (Aadhaar) সংযোগের সময়সীমা বাড়াল কেন্দ্র। চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ছিল সময়সীমা, তা বাড়ান হল ৩০ জুন পর্যন্ত। মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগের সময়সীমা বাড়ানোর কথা।

ইতিমধ্যে আধার নম্বর সংযুক্তিকরণের কাজ অনেকটাই এগিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ। তার সঙ্গে বায়োমেট্রিক সংযোগের কাজও চলছে। এখন এর ভিত্তিতেই রেশন দোকানে বায়োমেট্রিক প্রমাণ দিয়ে গ্রাহকদের রেশন বিলির নিয়ম চালু রয়েছে। সেক্ষেত্রে পরিবারের প্রত্যেককে প্রথমে একবার আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক সংযোগের কাজ করিয়ে নিতে হয়। তার পর পরিবারের যে কেউ গিয়ে গোটা পরিবারের রেশন তুলতে পারেন। বায়োমেট্রিক প্রমাণ অনিবার্য। তবে অনেক ক্ষেত্রে আঙুলের ছাপ না মেলার তথ্য আসছে। সেক্ষেত্রে আধার নম্বর বলে বা আধার কার্ড দেখিয়ে রেশন নেওয়ার কথা জানিয়েছে খাদ্য দপ্তর।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের দুর্দশা ঘোচাতে পুরনো ফর্মে সোনিয়া! সভাপতি নির্বাচন নিয়ে বৈঠক শনিবার]

উল্লেখ্য, আধার ও রেশন কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া সহজ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের তরফে। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীরা বাড়ি এসে আধার ও রেশন কার্ড লিংক করে দিচ্ছেন। এর পাশাপাশি গ্রাহক নিজেই যাতে সুবিধামতো এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, তার ব্যবস্থাও হয়েছে। আমজনতার মুশকিল আসান করতে অনলাইনেই সংযোগ করা যাচ্ছে আধার ও রেশন কার্ড (Ration Card)। কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ করবেন? নিচে রইল সেই পদ্ধতি।

[আরও পড়ুন: ইসলামিক দেশগুলির পাশে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে নাক গলাচ্ছে চিন! তীব্র প্রতিবাদ নয়াদিল্লির]

একনজরে রেশন কার্ড ও আধার সংযুক্তিকরণ:
১. https://food.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
২. সেখানে ‘লিংক আধার কার্ড উইথ আরসি’ বলে একটি অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন।
৩. এবার সেখানে নিজের রেশন কার্ড ক্যাটেগরি ও নম্বর দিন।
৪. এবার আপনি নিচের দু’টি কাজের মধ্যে যেটি করতে চান, সেটি সিলেক্ট করুন।
a. আধার ও মোবাইল নম্বর আপডেট
b. শুধু মোবাইল নম্বর আপডেট
৫. এবার আধার অথবা মোবাইল নম্বর টাইপ করে আধার যুক্ত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে যাচাই করে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement