Advertisement
Advertisement

Breaking News

বাড়ি থেকে বেরিয়ে পথ হারিয়েছেন? ঘরে ফেরাবে QR কোডযুক্ত লকেট

ব্যাপারটা ঠিক কী?

QR pendant to help people with dementia​
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 18, 2023 7:12 pm
  • Updated:September 18, 2023 7:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিমেনশিয়া আক্রান্তরা অনেক সময়ই বাড়ি থেকে বেরিয়ে বিপদে পড়েন। কারণ, অধিকাংশ বিষয়ই তাঁরা ভুলে যান। ঠিকানা মনে করে বাড়ি পৌঁছনো কঠিন হয়ে দাঁড়ায়। তাঁদের কথা ভেবে এবার প্রযুক্তির ব্যবহারে তৈরি করা হল বিশেষ লকেট।

নিশ্চয়ই ভাবছেন বিষয়টা কী? তৈরি করা হয়েছে অভিনব একটি লকেট। যাতে থাকবে কিউআর কোড। কীভাবে কাজ করবে এই কিউআর কোড? জানা গিয়েছে, এতে থাকবে নাম, বাড়ির ঠিকানা, রক্তের গ্রুপ-সহ একাধিক তথ্য। যা যে কোনও কাউকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। এই লকেট পরানো থাকলে ডিমেনশিয়া আক্রান্ত বা যে কোনও কেউ পথ হারালে বাড়ি ফেরায় আর সমস্যার থাকবে না। ওই কিউআর কোড স্ক্যান করলেই দেখা যাবে সম্পূর্ণ ঠিকানা। যা পৌঁছে দেবে বাড়িতে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের প্রাক্তন মহিলা উপপ্রধানকে বিবস্ত্র করে মার! বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলে সরব TMC]

জানা গিয়েছে, এই লকেটের নেপথ্যে মুম্বইয়ের বাসিন্দা অক্ষয় রিডলান। পেশায় ডেটা ইঞ্জিনিয়ার তিনি। বয়স ২৪ বছর। তিনি জানিয়েছেন, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের গলায় লকেটের মতো ঝুলিয়ে রাখতে হবে এই কিউআর কোড। ফলে রাস্তায় বেরিয়ে কেউ সমস্যায় পড়লে যে কেউ সহযোগিতা করতে পারবেন তাঁকে। পৌঁছে দিতে পারবেন বাড়িতে।

[আরও পড়ুন: পুরুলিয়ার ডাকাতিতে ‘টিম লিডার’-সহ গ্রেপ্তার আরও ৩, মাস্টারমাইন্ড সম্পর্কেও মিলেছে তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement