Advertisement
Advertisement
স্মার্ট হেলমেট

করোনা আক্রান্তদের এবার চিহ্নিত করে দেবে ‘স্মার্ট হেলমেট’! কীভাবে জানেন?

করোনা আক্রান্তদের চিনতে কোথায় কাজে লাগানো হচ্ছে ওই হেলমেট?

Police officers in China wear smart helmets to fight the Corona outbreak
Published by: Sayani Sen
  • Posted:March 8, 2020 4:05 pm
  • Updated:March 8, 2020 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনে মহামারির আকার ধারণ করেছে করোনা ভাইরাস। আদৌ কোনও মানুষের শরীরে মারণ ভাইরাস বাসা বেঁধেছে কি না, তা পরীক্ষা করতেও সময় লেগে যাচ্ছে যথেষ্টই। এই পরিস্থিতিতে নয়া পন্থা অবলম্বন করলেন চিনের এক পুলিশ আধিকারিক। তাঁর দাবি, কোনও পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ওই হেলমেটই বলে দিতে পারে আপনি করোনা আক্রান্ত কি না। তাঁর হেলমেটই এখন নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। উঠেছে লাইক, কমেন্টের ঝড়।

কীভাবে কাজ করবে ওই হেলমেট? পুলিশ আধিকারিকের দাবি, ওই স্মার্ট হেলমেটে রয়েছে কোড রিড ক্যামেরা। তার ফলে ভিড়ের মাঝে ওই হেলমেট মাথায় দিয়ে গেলে অনায়াসেই বোঝা যাবে কারও জ্বর এসেছে কি না। যিনি ওই হেলমেট পরে রয়েছেন তাঁর আশেপাশে কারও শরীরে করোনার উপসর্গ দেখা দিলেও তা বুঝতে পারবে ওই স্মার্ট হেলমেট। একটি অ্যালার্ম বাজারও বন্দোবস্ত রয়েছে ওই হেলমেটে। যে পরছেন কিংবা তাঁর আশেপাশে থাকা মানুষের শরীরে কোনও অস্বাভাবিকত্ব দেখা গেলেই বাজবে অ্যালার্ম। মোটামুটি যাঁর মাথায় থাকবে তাঁর থেকে পাঁচ মিটার দূরত্ব পর্যন্ত ওই হেলমেট কাজ করবে। মারণ ভাইরাসের হাত থেকে বাঁচতে তাই অনেকেই ওই হেলমেট ব্যবহারের চিন্তাভাবনা করছেন।

Advertisement

[আরও পড়ুন: চিনের কোয়ারেন্টাইন সেন্টারের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭ দেহ, এখনও আটকে বহু]

চিনা পুলিশ আধিকারিকের অত্যাধুনিক হেলমেট নেটদুনিয়ায় ছেয়ে গিয়েছে। প্রায় সকলেই করোনা চিহ্নিতকরণে সাহায্যকারী ওই হেলমেটের প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন, “এভাবে যদি করোনা ভাইরাস চিহ্নিত করা যায়, তবে তা অত্যন্ত ভাল।” আবার কেউ কেউ বিভিন্ন দেশের আর্থিক অবস্থার কথা ভেবে ওই হেলমেট ব্যবহার করা সম্ভব কি না, সেই আশঙ্কা প্রকাশও করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement