সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও সহজ হচ্ছে রেলযাত্রা। এবার এক হোয়াটসঅ্যাপেই মিলবে যাত্রা সংক্রান্ত সমস্ত তথ্য। মুম্বইয়ের এক সংস্থার অ্যাপ (App) রেলোফাই (Railofy) এই সুবিধা দিচ্ছে।
লকডাউন আর করোনার প্রভাবে টানা বন্ধ ছিল রেলযাত্রা (Train Journey)। আনলক পর্যায়ের হাত ধরে গড়িয়েছে রেলের চাকা। কিন্তু এই যাত্রায় একাধিক নিষেধাজ্ঞা চেপেছে যাত্রীদের উপর। খুব বেশিক্ষণ স্টেশনে অপেক্ষা করাও এখন সমস্যার। অথচ ট্রেন সঠিক সময় চলছে কি না, তা জানার উপায়ও বেশ জটিল। তাহলে উপায় কী?
ট্রেনের পিএনআর স্টেটাস (PNR Status) এবং যাবতীয় আপডেট পাওয়া এতদিন ছিল বেশ সময়সাপেক্ষ। এবার তা সহজ করতে উদ্যোগ নিয়েছে মুম্বই-এর সংস্থা ‘রেলোফাই’। তাঁদের উদ্যোগে রেলযাত্রীরা এবার হোয়াটসঅ্যাপেই (WhatsApp) পেয়ে যাবেন রিয়েল-টাইম পিএনআর স্টেটাস। পাশাপাশি, জানতে পারবেন যাত্রাপথ সংক্রান্ত সমস্ত তথ্য। মিলবে ট্রেনের লাইভ স্টেটাস, স্টেশন সংক্রান্ত তথ্যও। উল্লেখ্য, পিএনআর স্টেটাস জানতে ভরসা ছিল হেল্পলাইন নম্বর ১৩৯।
কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্রেন সম্পর্কিত যাবতীয় তথ্য মিলবে?
ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও কোন স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে, গন্তব্য কতটা দূর, গন্তব্যে আগের ও পরের স্টেশন কী- সব তথ্যই মিলবে এই অ্যাপে। শুধু তাই নয়, যে সমস্ত যাত্রীদের টিকিট কনফার্ম নয়, ওয়েটিং লিস্টে নাম রয়েছে এমন যাত্রীরা কম খরচে কীভাবে দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবেন, তার বিস্তারিত তথ্যও দেবে এই অ্যাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.