সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে বিভিন্ন সমীক্ষায় বাকি রাষ্ট্রনেতাদের একাধিকবার পিছনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তার ব্যতিক্রম হল না। এবার ইউটিউব সাবস্ক্রিপশনের নিরিখে রেকর্ড গড়লেন তিনি। মোদিই প্রথম কোনও রাষ্ট্রনায়ক, যাঁর ইউটিউবে এই বিপুল পরিমাণ সাবস্ক্রিপশন।
মঙ্গলবার ২ কোটি পেরিয়ে গিয়েছে মোদির (PM Narendra Modi) ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসানোরা। যদিও মোদির থেকে অনেকখানিই পিছিয়ে তিনি। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ৬৪ লক্ষ। ১১ লক্ষ সাবস্ক্রাইবার নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলতে থাকা যুদ্ধের আবহে বেড়েছে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা। জেলেনস্কিরও পরে চার নম্বরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউটিউব চ্যানেলে তাঁর খবরাখবর নেন ৭ লক্ষ ৯৪ হাজার দর্শক।
এই তালিকা থেকেই স্পষ্ট যে সোশাল প্ল্যাটফর্মেও জনপ্রিয়তার দিক থেকে বহু গুণ এগিয়ে রয়েছেন মোদি। ভারত তো বটেই, গোটা বিশ্ব তাঁকে নিয়ে ঠিক কতটা আগ্রহী, এই পরিসংখ্যান তারই প্রমাণ। দুনিয়ার কোনও রাষ্ট্রনায়কের চ্যানেলের এত সাবস্ক্রাইবার নেই। আবার ভিউয়ারশিপের নিরিখেও বাকিদের দশ গোল দিয়েছেন মোদি। ২৬ ডিসেম্বর পর্যন্ত তাঁর চ্যানেলের ভিউ ২ কোটি ২৪ লক্ষ। দ্বিতীয় স্থানে থাকা জেলেনস্কির থেকে ৪৩ গুণ বেশি।
রাজনীতি ছাড়াও আরও নানা বিষয়ের ভিডিও দেখতে ইউটিউবের মতো প্ল্যাটফর্মে চোখ রাখে মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে মোদির ভিডিও ভিউ সাড়ে চারশো কোটি। যা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নিঃসন্দেহে নজিরবিহীন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.