সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুড়ে গেল ভারত ও সিঙ্গাপুরের অনলাইন পেমেন্ট সিস্টেম। দেশের বাইরে পৌঁছে গেল ভারতের ইউপিআই (UPI)। মঙ্গলবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও সিঙ্গাপুরের (Singapore) প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। এই প্রথম ভারতের ইউপিআই অন্য দেশের পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হল। একদিনে সর্বোচ্চ ৬০ হাজার টাকার লেনদেন করা যাবে। এদিন মোদিকে আশাপ্রকাশ করতে দেখা গিয়েছে, ভবিষ্যতে দেশে নগদ লেনদেনকেও পিছনে ফেলে দেবে ইউপিআই।
ভারতের ইউপিআই ও সিঙ্গাপুরের PayNow জুড়ে যাওয়ার ফলে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে দ্রুত খুব সহজে অনলাইনে টাকা পাঠানো যাবে। এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে পরিযায়ী কর্মী, পড়ুয়া ও তাঁদের পরিবার এবং পেশাদারদের খুবই সুবিধা হবে। তাঁর কথায়, ”এবার দুই দেশের নাগরিকরা নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে অনায়াসে লেনদেন করতে পারবেন।” প্রসঙ্গত, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া-সহ ১০টি দেশের প্রবাসীদের জন্যও চালু হবে ইউপিআই পরিষেবা।
এদিকে শোনা যাচ্ছে, আগামিদিনে কেন্দ্র ‘ভয়েস বেসড পেমেন্ট সিস্টেম’ আনতে চলেছে ইউপিআই লেনদেনে। অর্থাৎ ফোনে কেবল ভয়েস কমান্ড দিলেই করা যাবে টাকা লেনদেন। এবং তা করা যাবে স্থানীয় ভাষাতেই। দেশের ১৮টি ভাষায় আপাতত এই কমান্ড দেওয়া যাবে। শিগগিরি এই পরিষেবা চালু করতে চায় কেন্দ্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.