Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

অলিম্পিকে ইতিহাস মনুর, শুটারকে অভিনব কায়দায় শুভেচ্ছা জানাল গুগল

১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন মনু।

Paris Olympics 2024: Google congratulates Manu Bhaker
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2024 5:36 pm
  • Updated:July 28, 2024 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিক থেকে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ভারতীয় শুটারের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তরুণ শুটারকে অভিনন্দন জানিয়েছেন সকলেই। সেই তালিকায় যুক্ত হল গুগলও। সদ্য ব্রোঞ্জজয়ী শুটারকে মিষ্টি কায়দায় শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের সেরা সার্চ ইঞ্জিন।

Advertisement

রবিবার বিকেলে পদক জেতেন মনু। তার পরেই দেখা যায়, গুগলে বিশেষ সম্মান জানানো হচ্ছে ভারতীয় শুটারকে। গুগলের (Google) সার্চবারে গিয়ে মনু ভাকেরের নাম লিখলেই দেখা যাচ্ছে, স্ক্রিনের তলা থেকে ভেসে আসছে ব্রোঞ্জ পদক। এছাড়াও একের পর এক ফুলের তোড়ায় ভরিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিন। সব মিলিয়ে, আপামর ভারতবাসীর পাশাপাশি মনুর (Manu Bhaker) পদক জয় উদযাপন করতে নেমে পড়েছে গুগলও। 

 

[আরও পড়ুন: ব্যর্থ রিচা-স্মৃতির লড়াই, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের মেয়েদের

মনুকে নিয়ে সোনার স্বপ্ন দেখছিল দেশবাসী। সেই আশা হয়তো পূর্ণ হল না। কিন্তু গোটা সিরিজ জুড়েই দুরন্ত লড়াই করলেন তিনি। মাত্র .১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হল মনুর। থামতে হল ব্রোঞ্জ নিয়েই। মোট পয়েন্ট স্কোর করলেন ২২১.৭। শেষ দুটি শটের আগে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজির স্কোর ছিল ২২১.৮। তিনি শেষ পর্যন্ত রুপো জেতেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ারই ও ইয়ে জিন ২৪৩.২ স্কোর করে সোনা জেতেন।

অলিম্পিকে (Paris Olympics 2024) যোগ্যতা অর্জন পর্বে তিনি শেষ করেছিলেন তৃতীয় স্থানে। গোটা সিরিজ জুড়ে তাঁর স্কোর ছিল ৯৭, ৯৭, ৯৮, ৯৬, ৯৬, ৯৬। সব মিলিয়ে মোট ৫৮০ স্কোর করেন ভাকের। বুলস আই মারেন ২৭ বার। কিন্তু ফাইনালে ৭ বার ১০-র কম স্কোর করেন। প্রথম রাউন্ডের পর থেকেই সোনার দৌড় থেকে পিছিয়ে পড়তে থাকেন। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতে দেশের পতাকা উঁচুতে তুলে ধরলেন তিনি।

[আরও পড়ুন: ‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement