সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রাপ্তবয়স্কদের এবার সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা-মা অথবা অভিভাবকের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া ছোটরা কেউ সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবে না। শুক্রবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিধির খসড়া প্রকাশ করেছে। তাতেই এই কথা বলা হয়েছে।
২০২৩ সালে সংসদে পাশ হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন। ১৪ মাস পর সেই আইনের বিধির খসড়া প্রকাশ করা হল। বহু অপ্রাপ্তবয়স্ককেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায়। এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজমাধ্যম সংস্থাগুলি করতে পারবে না। অ্যাকাউন্ট খোলার সময় অপ্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করতে গেলে সমাজমাধ্যম সংস্থাগুলিকে অভিভাবকের অনুমতি নিতে হবে। অভিভাবকের পরিচয়ও যাচাই করতে হবে। দেশের আইনের মধ্যে থেকে অভিভাবকের পরিচয় যাচাই করার বিষয়টি সংস্থাগুলিকে নির্ধারণ করতে হবে। অভিভাবকেরও বয়স যাচাই করতে হবে।
ডিজিটাল ডেটা প্রোটেকশন আইনে তথ্য ফাঁস করার জন্য ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথা বলা রয়েছে। এব্যাপারে বিধিতে কিছু বলা হয়নি। কেন্দ্রীয় সরকার এদিন যেটি প্রকাশ করেছে সেটি খসড়া। এই খসড়া বিধির ভিত্তিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জনগণনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। mygov.in-এ গিয়ে এব্যাপারে যে কেউ পরামর্শ দিতে পারবেন। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধির ওপর পরামর্শ গ্রহণ করা হবে। জনগণের পরামর্শগুলি যাচাই করে চূড়ান্ত বিধি তৈরি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.