Advertisement
Advertisement
Sora

সামান্য টেক্সট থেকেই ভিডিও বানাবে এআই! ওপেনএআই-এর নয়া চমক Sora

ভিডিও দেখে বোঝা যাবে না তা তৈরি করেছে কৃত্রিম মেধা!

OpenAI's text-to-video AI generator: All about Sora। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 17, 2024 1:36 pm
  • Updated:February 17, 2024 1:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামীর পৃথিবী বদলে দেবে এআই! ব্যাপারটা আর ভবিষ্যতের কাছে গচ্ছিত নেই। বরং তা বাস্তবে রূপান্তরিত হয়ে চলেছে দ্রুত। গত বছরখানেক ধরে চ্যাটজিপিটি নিয়ে বিস্ময়ের অবধি নেই। এবার ওপেনএআই নিয়ে এল আর এক আশ্চর্য এআই মডেল। নাম যার সোরা (Sora AI)। কয়েক মিনিটেই অল্প পরিমাণ টেক্সট থেকে চোখধাঁধানো ভিডিও বানিয়ে দেবে সে!

কীভাবে কাজ করবে এই এআই? খোদ ওপেনএআই (OpenAI) সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে তার হাতেগরম নমুনা পেশ করেছেন। তিনি নেটিজেনদের কাছে আহ্বান জানান, নানা টেক্সট লিখে পাঠাতে। পরে সেখান থেকেই সোরা বানিয়ে দেয় ভিডিও। আর সেই ভিডিও এত আশ্চর্য, মনে হবে তা নিখাদ বাস্তব!

Advertisement

[আরও পড়ুন: তিনদিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তর, জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লিতে দিলীপ-শমীক]

ওপেনএআই জানিয়েছে, সোরা এমন ভিডিও বানিয়ে দেবে যেখানে বহু চরিত্রকে দেখা যাবে। জটিল প্রেক্ষাপটও তৈরি করা যাবে অনায়াসে। এবং সবচেয়ে বড় কথা, কোথাও বোঝাই যাবে না এই ভিডিও আসলে এআই তৈরি করে দিয়েছে। আর এখানেই তৈরি হয়েছে আশঙ্কা! কেবল মাত্র একটা-দুটো বাক্য থেকেই একটা গোটা ভিডিও তৈরি হলে তা থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কোনও ধরনের প্রতারণার ঘটনা ঘটবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: চলন্ত বাস থেকে পয়সার বৃষ্টি হাওড়ায়! কাড়াকাড়ি পথচলতি মানুষের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement