সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯০৫ সালের ১৭ জুলাই। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। খুলনার এক জনসভায় ইংরেজদের বিরুদ্ধে ‘বয়কট প্রস্তাব’ নেন স্বদেশিরা। যা বাংলা থেকে গোটা ভারতে ছড়িয়ে পড়ে। ওই আন্দোলনের অন্যতম শপথ ছিল বিদেশি বস্ত্র বর্জন। ‘মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই’ গানে এই ভাবনার অনুপ্রেরণা যোগান কবি ও গীতিকার রজনীকান্ত সেন। অগ্নিযুগের সেই স্মৃতিকে তাজা করে দিল ৭৭তম স্বাধীনতা দিবসে (Independence Day) গুগলের অভিনব ডুডল (Google Doodle)। যেখানে তুলে ধরা হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তের বস্ত্রশিল্পের বৈচিত্র তৎসহ সাংস্কৃতিক মেলবন্ধন।
বাংলা, কেরল, গুজরাট, রাজস্থান-সহ দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পের নকশা তুলে ধরা হয়েছে গুগলের এদিনের অভিনব শিল্পকর্মে। রয়েছে দেশের ২১টি অঞ্চলের বস্ত্রশিল্প-শৈলীর নিদর্শন। যেমন, বাংলার তাঁত, ওড়িশার সম্বলপুরী, অসমের গামছা, সিকিমের ঐতিহ্যশালী বুনন, দক্ষিণ ভারতের সিল্ক, পাঞ্জাবের ফুলকারি, রাজস্থানের বাঁধনী প্রিন্ট, কাশ্মীরি স্টিচ ইত্যাদি। যে সুদৃশ্য ডুডলে মুগ্ধ গোটা দেশ, সেটি তৈরি করেছেন দিল্লির শিল্পী নম্রতা কুমার।
নম্রতা জানিয়েছেন, অন্যান্য ক্ষেত্রের মতোই বস্ত্রশিল্পেও ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ হল ভারতীয় চরিত্র। সেই বিষয়টিকেই সাধ্য মতো তুলে ধরতে চেয়েছেন তিনি। শিল্পীর কথায়, “ভারতের বৈচিত্র্যময় বস্ত্রশিল্প নিয়ে গবেষণা করেছি আমি। (ডুডলে) দেশের সব প্রান্তের বস্ত্রশিল্পকে তুলে ধরার চেষ্টা করেছি। সুচিকর্ম, বুনুনের বিভিন্ন শৈলী, নকশা, ডায়িং কৌশলের মতো বিষয়গুলিও তুলে ধরেছি।”
প্রসঙ্গত, মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবস পালন করছে দেশ। এদিন লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। স্বাধীনতা সংগ্রামীদের বলিদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। নিজের বক্তৃতায় ফের ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ডাক দেন। ভারতীয় বস্ত্রশিল্প সেই আত্মনির্ভরতার উদাহরণ। যার সূচনা করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তাঁর ডাকেই চরকা, খদ্দর এবং খাদির জন্ম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.