সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশলাই বা মোমবাতি নয়, অত্যাধুনিক প্রযুক্তি অ্যালেক্সাকে নির্দেশ দেওয়া হল দীপাবলিতে রকেট পোড়ানোর। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে রকেট আকাশে ছুড়ল অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল সেই ঘটনার ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’।
সোশাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদের উপর স্টিলের বোতলে রাখা রয়েছে একটি রকেটবাজি। তার সঙ্গে যুক্ত রয়েছে দুটি তার। পাশে দাঁড়িয়ে এক যুবক অ্যালেক্সাকে নির্দেশ দিচ্ছেন, “অ্যালেক্সা রকেটে আগুন ধরাও।” পালটা অ্যালেক্সার তরফে উত্তর দেওয়া হয়, ‘হ্যাঁ বস। রকেটে আগুন ধরানো হচ্ছে।’ এর পরই স্টিলের বোতলে রাখা রকেট জ্বলে ওঠে। মুহূর্তে তা শূন্যে ছুটে যায়। গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ব্যাপক সাড়া পড়ে যায়। এখনও পর্যন্ত প্রায় ২৩ মিলিয়ন মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।
View this post on Instagram
এই কীর্তির পিছনে রয়েছেন ওড়িশার এক যুবক। ‘মানি প্রোজেক্ট ল্যাব’ নামে নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেছেন তিনি। ওই যুবকের দাবি অনুযায়ী, চলতি বছরেই তিনি BTech-এর পড়াশুনো শেষ করেছেন। পড়াশুনো শেষের পর প্রথম বছরে বেশ কয়েকটি প্রকল্পের কাজ করছেন। চাকরিও খুঁজছেন। এসবের মাঝেই যুবকের এই কীর্তি সোশাল মিডিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে।
উল্লেখ্য, অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’। একে চালু করে আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন, কোনও পরিষেবা সম্পর্কে খোঁজখবর নিতে পারেন, স্পিকারে তার উত্তর পাবেন। অর্থাৎ, কোনও তথ্য পাওয়ার জন্য বা কিছু খোঁজাখুঁজির জন্য যেমন গুগলে সার্চ করতে হয়, অ্যালেক্সাকে সেটাই মুখে বলতে হয়। এহেন অ্যালেক্সাকে দিয়ে আতশবাজিতে আগুনো ধরানোর কাজকে অভিনব বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.