সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিউজিক অ্যাপে গান শুনতে শুনতে ফোনে অন্য কাজ করার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে৷ সেক্ষেত্রে মিউজিক অ্যাপটি মিনিমাইজ করেই আমরা অন্য অ্যাপটি খুলে থাকি৷ একদিকে গানও চলে, আবার প্রয়োজনীয় কাজটাও হয়ে যায়৷ কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তেমনটা করা যায় না৷ মিনিমাইজ করে কোনওভাবেই ইউটিউবে গান শোনা যায় না৷ এটা অনেকেরই অভিযোগ৷ তবে জানেন কি, এই সমস্যারও সমাধান রয়েছে৷ মানে ইউটিউব মিনিমাইজ করেও এবার অনায়াসে ফোনে অন্যান্য কাজ সারা যাবে৷ কীভাবে?
[ আরও পড়ুন:ভিডিও পোস্টে আত্মহত্যার চেষ্টা, তা রুখে যুবকের প্রাণ বাঁচাল ফেসবুক]
সেক্ষেত্রে ব্যবহারকারীকে কতগুলি পদক্ষেপ অনুসরণ করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
১) প্রথমে ফোনের গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবে পছন্দের গানের ভিডিওটি বেছে নিতে হবে৷
২) এবার ব্রাউজারের ডানদিকের কোণের সেটিংস অপশানে যেতে হবে।
৩) সেখানে যে ডেস্কটপ মোড অপশানটি রয়েছে সেটিকে চালু করতে হবে।
৪) এরপর নাকি আবার নতুন করে লোড হবে ইউটিউবের পেজটি। এবং তারপর থেকে নাকি ফোনে ডেস্কটপের মতো করেই দেখাবে ইউটিউব।
৫) বিশেষজ্ঞরা বলছেন এরপর থেকে পছন্দের ভিডিওটি প্লে করে, ফোনের হোম বাটনে ক্লিক করলেই, মিনিমাইজ হয়ে যাবে ইউটিউব।
৬) যদি এরপর ব্যবহারকারীর ইউটিউবে ঢোকার প্রয়োজন হয়, তবে ফোনের নোটিফিকেশন বারটি নামালেই হবে৷ ওখানে ইউটিউবের ভিডিওটিকে বন্ধ করা
যাবে বা ক্লিক করলে খুলে যাবে সমগ্র ইউটিউবটি৷
৭) বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই পদ্ধতিতে ফোনের স্ক্রিন অফ করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শোনা যাবে ইউটিউবে। এবং এতে ডেটা খরচের পরিমাণও হবে কম।
৮) এই পদ্ধতিতে নাকি ইউটিউবে গান শুনতে শুনতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপও ব্যবহার করা যাবে৷
[আরও পড়ুন: ভিডিও পোস্টে আত্মহত্যার চেষ্টা, তা রুখে যুবকের প্রাণ বাঁচাল ফেসবুক]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.