Advertisement
Advertisement

Breaking News

Debit card

কার্ড ছাড়াই টাকা তুলুন এটিএম থেকে, জেনে নিন পদ্ধতি

ব্যাপারটা ঠিক কী?

Now you can withdraw money without using debit card, here is how | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:September 8, 2023 4:02 pm
  • Updated:September 8, 2023 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা তুলবেন বলে বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু এটিএম কার্ডই নিতে ভুলে গেছেন। কী করবেন? উপায় একটাই, ফের বাড়ি গিয়ে কার্ড নিয়ে আসা। কিন্তু জানেন কি এবার কার্ডের ঝক্কি শেষ? ইউপিআই ব্যবহার করেই এটিএম থেকে তোলা যাবে টাকা।

ব্যাপারটা ঠিক কি? হিটাচি (Hitachi) নিয়ে এসেছে ইউপিআই এটিএম। দেখতে একেবারে এটিএমের মতোই, তবে কাজ খানিকটা আলাদা। নাম Hitachi Money Spot UPI ATM। নিশ্চয়ই ভাবছেন কীভাবে ইউপিআই ব্যবহার করে টাকা তুলবেন এটিএম থেকে? আসুন জেনে নিন পদ্ধতি।

Advertisement

[আরও পড়ুন: গুগলে ‘Jawan’ টাইপ করলেই শাহরুখ দিচ্ছেন সারপ্রাইজ! বিশ্বাস না হলে নিজেই দেখুন]

১. প্রথমে কতটাকা তুলতে চান সেটা বেছে নিন মেশিনে।
২. টাকার অঙ্কটা বেছে নেওয়ার পর এটিএম মেশিনের স্ক্রিনে একটি বিশেষ কোড আসবে।
৩. ইউপিআই ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে ব্যবহার করতে একটি ইউপিআই অ্যাপ।
৪. অ্যাপটি মোবাইলে খুলতে হবে। তারপর এটিএমের স্ক্রিনে ভেসে আসা কিউআর কোডটি স্ক্যান করতে হবে।
৫. এরপর আপনার মোবাইলের অ্যাপে একটি পিন দিতে হবে।
৬.পিনটি দেওয়ার পরই এটিএম থেকে পেয়ে যাবেন নগদ টাকা। কার্ডের ব্যবহার ছাড়াই।

প্রসঙ্গত, বিভিন্ন ব্যাংক ইতিমধ্যেই কার্ডলেশ লেনদেন চালু করেছে। তবে সেক্ষেত্রে মোবাইলে ওটিপি আসে। তার ভিত্তিতে টাকা তোলা যায়। ইউপিআই এটিএমে লাগবে কিউআর কোড। 

[আরও পড়ুন: শেয়ার মার্কেটের পরামর্শদাতা সেজে প্রায় ৩ লক্ষ টাকা প্রতারণা, মাথায় হাত যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement