Advertisement
Advertisement

Breaking News

WhatsApp নিয়ে এল তাদের সবচেয়ে বড় আপডেট

মহিলা ও শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে এল নতুন ফিচার।

Now, you can share your location in real-time with family or friends on WhatsApp
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2017 3:25 pm
  • Updated:September 26, 2019 5:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য সাম্প্রতিককালের সবচেয়ে বড় আপডেট নিয়ে এল ফেসবুক অধীনস্থ হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল ‘লাইভ লোকেশন’ ফিচার। কোনও ইউজার এই ফিচারটি ‘অন’ করে কোথাও যাত্রা করলে তাঁর অবস্থান জানা যাবে। তাও আবার প্রতি মুহূর্তে। মহিলা বা শিশুদের যাত্রাপথে নিরাপত্তার নিরিখে এই আপডেটটি বেশ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

[WhatsApp-এ এই নতুন পরিবর্তনগুলি কি আপনার নজরে এসেছে?]

কী এই ‘লাইভ লোকেশন’ ফিচার? ধরা যাক, একজন হোয়াটসঅ্যাপ ইউজার কোথাও যাত্রা শুরু করেছেন এবং তাঁর স্মার্টফোনের জিপিএসটি অন রয়েছে। এবার রাস্তায় কোথাও কোনও দুর্ঘটনা বা বিপদে পড়লে আক্রান্ত সঙ্গে সঙ্গে তাঁর কোনও বন্ধুকে নিজের অবস্থান জানিয়ে দিতে পারবেন এই নয়া ফিচারটির সাহায্যে। এতদিন শুধুই ‘লোকেশন’ অ্যাটাচ করে হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠানো যেত। কিন্তু আগামী সপ্তাহ থেকে নিজের ‘লাইভ’ অবস্থান পাঠানোর সুবিধাও চলে আসছে এই নয়া আপডেটে। যার মাধ্যমে কোনও আক্রান্ত নিজের প্রতিটি মুহূর্তের অবস্থান জানিয়ে দিতে পারবেন তাঁর বন্ধুদের। আক্রান্তকে ‘লাইভ ট্র্যাকিং’ করতে পারবেন তাঁর বন্ধু। যেমন ধরুন, কোনও মহিলা ক্যাবে করে বেশ রাতে বাড়ি ফিরছেন। মাঝরাস্তায় গাড়ির চালকের আচরণ তাঁর সুবিধাজনক মনে হল না। তখন এই নয়া অপশনের মাধ্যমে তিনি তাঁর বাড়ির সদস্যদের নিজের অবস্থান জানিয়ে দিতে পারবেন এবং তাঁর বাড়ির সদস্যরাও ওই মহিলাও গাড়ি করে কোন রাস্তা হয়ে ফিরছেন, ঠিক রাস্তা হয়ে ফিরছেন কি না, সেটা জানতে পারবেন প্রতি মুহূর্তে। প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন পুলিশ বা প্রশাসনের সঙ্গেও।

Advertisement

[WhatsApp সম্পর্কে এই নয়া তথ্যটি জানলে আপনার মাথা ঘুরে যাবে!]

চলতি সপ্তাহে একসঙ্গে বেশ কতগুলি নয়া ফিচার নিয়ে এসেছে এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। হোয়াটসঅ্যাপের আপডেটেড বেটা ভার্সনে যোগ হয়েছে নতুন একগুচ্ছ সুবিধা। এখন থেকে কোনও হোয়াটসঅ্যাপ ইউজার ফোন নম্বর পালটালে তাঁর ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকা সমস্ত ইউজারদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যার অর্থ হল, এখন থেকে ফোন নম্বর পালটালেও প্রত্যেককে আপনার নতুন নম্বর ফোন করে জানাতে হবে না। তবে আপনি নিজের নতুন নম্বর কাউকে জানাতে না চাইলে নাও জানাতে পারেন। সেই অপশনও থাকছে। সেই সঙ্গে নয়া বেটা ভার্সনে আরও একটি নতুন পরিবর্তন এসেছে। এখন অ্যাপটির সাইজ আরও ছোট হয়ে গেল। যার অর্থ, এখন থেকে আরও কম সময়ে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করা যাবে। নতুন হোয়াটসঅ্যাপের সাইজ এখন মাত্র ৬ এমবি। এছাড়াও জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির ৪৭৩টি ছোটখাটো ত্রুটি নতুন ভার্সনে মেরামত করা হয়েছে। বর্তমানে প্রতিদিন অন্তত ১০০ কোটি ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তাদের মাসিক ইউজারের সংখ্যা ১৩০ কোটি। প্রতিদিন এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে ৬০টিরও বেশি ভাষায় প্রায় ৫,৫০০ কোটি মেসেজ আদানপ্রদান করা হয়। দৈনিক প্রায় ১০০ কোটি ভিডিও শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপ মারফত। ছবি শেয়ার করা হয় প্রায় ৪৫০ কোটি।

[নতুন রঙের WhatsApp ব্যবহার করেছেন কি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement