সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি কমবেশি সকলেই মোবাইলে অভ্যস্ত। দিনের শুরুই WhatsApp দিয়ে। এবার ওই অ্যাপেই বুক করতে পারবেন Uber অর্থাৎ অ্যাপ ক্যাব। এতে যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করছে দুই সংস্থা।
Uber-এর তরফে জানানো হয়েছে, চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। WhatsApp চ্যাটবটের মাধ্যমে এবার আরও সহজে বুক করা যাবে অ্যাপ ক্যাব। WhatsApp-এই পাবেন বিল। অর্থাৎ Uber অ্যাপ ব্যবহার না করেই এবার বুক করতে পারবেন ক্যাব। নিশ্চয়ই ভাববেন কীভাবে WhatsApp-এর মাধ্যমে বুক করবেন ক্যাব। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি।
১. প্রথমে মোবাইলে সেভ করুন +৯১ ৭৯২০০০০০২ নম্বরটি।
২. মোবাইলে খুলুন WhatsApp।
৩. WhatsApp -এ +৯১ ৭৯২০০০০০২ নম্বরটিতে লিখতে হবে ‘Hi’।
৪. এরপর ওই চ্যাটেই জিজ্ঞেস করা হবে পিক আপ ও ড্রপের স্থান। তা দিতে হবে।
৫. পেয়ে যাবেন ভাড়া ও চালকের আসার সম্ভাব্য সময়।
তবে চাইলে আপনি আগের মতোই ক্যাব বুক করতে পারেন Uber থেকেই। উল্লেখ্য, সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত লখনউতে WhatsApp-এ ক্যাব বুকের সুবিধা মিলছে। তবে শীঘ্রই দেশজুড়ে এই পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে। নতুন এই পরিষেবায় খুশি ব্যবহারকারীরা।
You can now message @Uber in @WhatsApp to book a ride! Really excited to see this come to all of India next year: making this as simple as sending a message is a great way to make it accessible and easy to use for many more people across the country. https://t.co/CkHicw04oq
— Will Cathcart (@wcathcart) December 2, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.