সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসে গোটা বিশ্বে তাদের গ্রাহক সংখ্যা পৌঁছায় ২০০ কোটিতে। পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখার জনপ্রিয় সোশ্যালমাধ্যম হোয়াটসঅ্যাপ (Whatsapp)। চ্যাটের পাশাপাশি করা যায় ভয়েস ও ভিডিও কল। নিত্য যুক্ত হচ্ছে নতুন ফিচার্স। অথচ জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াকেই প্রতারণার প্লাটফর্ম করে তুলছে একদল দুষ্কৃতী। হোয়াটসঅ্যাপে সম্প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে স্প্যাম কলের সংখ্যা। মাঝেমাঝেই অজানা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পাচ্ছেন গ্রাহকরা। নম্বর দেখে সব সময় বুঝে উঠতে পারছেন না তাঁরা। ফায়দা তুলছেন প্রতারকরা। একাধিক গ্রাহকের এমন অভিযোগ পেয়ে বিবৃতি দিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, যেসব নম্বর থেকে ফোন আসছে সেগুলি ইথিওপিয়া (+251), মালয়েশিয়া (+60), ইন্দোনেশিয়া (+62), কেনিয়া (+254), ভিয়েতনাম (+84) ইত্যাদি দেশের। গত কয়েক দিনে একাধিক গ্রাহক টুইট করে স্প্যাম কলের অভিযোগ জানিয়েছেন। হোয়াটসঅ্যাপ কলের ছবি তুলে পোস্ট করেছেন তাঁরা। যেখানে দেখা গিয়েছে প্রতারকদের ফোন নম্বরও। এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ধরণের নম্বর থেকে কল এলে প্রথমত এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ওই নম্বরগুলিকে ব্লক করে অভিযোগ জানাতে বলা হয়েছে।
Are you also getting suspicious missed calls on #WhatsApp from international numbers? Beware, it’s a fraud! @Cyberdost @WhatsApp @Meta @Apple #WhatsApp #scam #whatsappcallscam pic.twitter.com/I2BsnuGrQK
— Vivek Singh (@Bigdreamer_vk) May 8, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.