সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন থেকে শুরু করে যাবতীয় কর্মী পরিষেবায় সুনাম রয়েছে টাটা গ্রুপের (TATA Group)। সেই তারাই এবার কর্মীদের হুঁশিয়ারি দিয়ে কড়া চিঠি ধরালো। সেখানে বলা হয়েছে, বেতনে কোপ পড়তে পারে, কমানো হতে পারে ছুটিও, যদি না শৃঙ্খলা মানেন কর্মীটি। ভারতের বৃহত্তম আইটি সংস্থা হল টিসিএস (TCS)। তারাই এবার এমন বার্তা পাঠিয়ে সাবধান করেছে নিজেদের কর্মীদের। কিন্তু কেন?
কোভিড মহামারীর পর থেকেই টাটার তথ্য প্রযুক্তি সংস্থায় শুরু হয়েছিল ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) পদ্ধতিতে কাজ। সংস্থার অভিযোগ, মহামারী ফুরোলেও অফিসে আসতে চাইছেন না বেশ কিছু কর্মী। যদিও প্রতি মাসে অন্তত ১২ দিন অফিসে এসে কাজ করার বিষয়ে আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। নতুন করে টিসিএসের তরফে জানানো হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম পদ্ধিতে কাজ করা যাবে, তবে মাসে কমপক্ষে ১২ দিন অফিসে আসতেই হবে। এই নিয়ম লঙ্ঘন করায় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে। কেটে নেওয়া হতে পারে বেতন, কাটছাট হাতে পারে ছুটিতেও। চিঠিতে লেখা হয়েছে, “আপনাকে সতর্ক করা হয়েছে এবং অবিলম্বে নির্ধারিত রোস্টার অনুযায়ী অফিসের ঠিকানা থেকে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসেই নির্দেশিকা জারি করে টিসিএস জানিয়েছিল, কর্মীদের কমপক্ষে ৩ দিন অফিসে আসতে হবে। কিছুদিন আগে সংস্থার তরফে জানানো হয়েছিল, অসুস্থতা ছাড়া ওয়ার্ক ফ্র হোম পদ্ধতিতে কাজের বিষয়ে উৎসাহিত করা হবে না। নয়া নির্দেশিকায় সংস্থাটি জানিয়েছে, কোম্পানি চায় গত দুই বছরে যে কর্মীরা টিসিএসে যোগ দিয়েছেন, তাঁরা ভারতের সবচেয়ে বড় প্রযুক্তি সংস্থার অফিসের আবহাওয়া উপভোগ করুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.