সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: iPhone X কিনবেন ভাবছেন? কিন্তু পকেট অনুমতি দিচ্ছে না৷ নো টেনশন৷ কারণ এবার দামী মোবাইল না কিনে ভাড়া নিতে পারবেন আপনিও৷ RentoMojo নামের একটি ওয়েবসাইট সাধারণ গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফার এনেছে৷ সংস্থার তরফে জানানো হয়েছে, iPhone-সহ একাধিক জনপ্রিয় কোম্পানির স্মার্টফোন শর্তসাপেক্ষে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এই ওয়েবসাইট লগইন করে গ্রাহকরা iPhone X, iPhone 8, Google Pixel 2, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8-এর মতো দামী স্মার্টফোন ভাড়া নিতে পারবেন৷ ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত এই ফোনগুলি ভাড়া নেওয়া যাবে৷ মোবাইল পিছু কমপক্ষে দু’হাজার টাকা থেকে সাড়ে ন’হাজার টাকা খরচ করলে স্মার্টফোন ভাড়া নেওয়া যাবে৷
সংস্থার দাবি, দুই বছরের জন্য iPhone X ভাড়া নিলে গ্রাহকের মাসে খরচ পড়বে প্রায় সাড়ে চার হাজার টাকা৷ ছ’মাসের জন্য ভাড়া ধার্য করা হয়েছে ৯ হাজার ২৯৯ টাকা৷ দু’বছর ব্যবহারের পরে iPhone X কিনে নিতে চাইলে গ্রাহককে অতিরিক্ত ১৫ হাজার টাকা দিতে হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ তবে, কিস্তির শুরুতে একটু বেশি মাশুল গুনতে হবে গ্রাহককে৷ ফোনের সুরক্ষা বাবদ অতিরিক্ত ৫০০ টাকা দিতে হবে গ্রাহককে৷ ফোন ভাড়া নিতে গেলে জমা রাখতে হবে সরকারের দেওয়া পরিচয়পত্র৷ ফোনের ভাড়া চুকে গেলে গ্রাহককে ফিরিয়ে দেওয়া হবে তাঁর নথি৷
[স্বাধীনতা দিবসে বিক্রি শুরু JioPhone 2-এর, কীভাবে কিনবেন হ্যান্ডসেটটি?]
আইফোন ভাড়া দেওয়ার পাশাপাশি Google Pixel 2, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8-এর মতো দামী স্মার্টফোন ভাড়া নিতে পারবেন গ্রাহকরা৷ মোবাইল পিছু ভাড়া নির্ধারণও করা হয়েছে৷ দু’বছরের জন্য Google Pixel 2 ভাড়া নিলে প্রতিমাসে দিতে হবে ২ হাজার ৯৯টাকা৷ iPhone 8, Samsung Galaxy S9 ও Samsung Galaxy Note 8 ফোনের জন্য একই ভাড়া ধার্য করেছে অনলাইন ওই সংস্থাটি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.