ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা (CoronaVirus) পরিস্থিতি। লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। যার জেরে একাধিক রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে লকডাউন। কোথাও কোথাও একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্বাভাবিকভাবেই কাঁটছাট করা হয়েছে ব্যাংকের সময়সীমাও। সেই সঙ্গে আমানত গ্রহণ, টাকা তোলা ও ট্রান্সফার ছাড়া বাকি সব কাজ বন্ধ রাখা হয়েছে। অনেকেরই বাড়ির কাছের ব্রাঞ্চে অ্যাকাউন্ট নেই। ফলে বর্তমান সময়ে ব্যাংকে যেতেও বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। সেই কথা চিন্তা করে গ্রাহকদের স্বার্থে বিশেষ পদক্ষেপ করল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India)। এবার বাড়িতে বসেই ব্যাংকের শাখা পরিবর্তন করতে পারবেন SBI-এর গ্রাহকরা।
কীভাবে পরিবর্তন করবেন ব্রাঞ্চ?
If you need help in transferring your account from one branch to another, then SBI has got your back.
Use YONO SBI, YONO Lite and OnlineSBI from the comfort of your homes and bank safe.#SBIAapkeSaath #StayStrongIndia #YONOSBI #YONOLite #OnlineSBI #BankSafe pic.twitter.com/WlW8bb8aBG
— State Bank of India (@TheOfficialSBI) May 7, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.