Advertisement
Advertisement

Breaking News

Apps

জঙ্গি কার্যকলাপ দমনে বিরাট পদক্ষেপ কেন্দ্রের, কাশ্মীরে নিষিদ্ধ ১৪টি মেসেজিং অ্যাপ

পাকিস্তান থেকে নির্দেশ আসত অ্যাপগুলির মাধ্যমে!  

Now Centre Blocks 14 Mobile Messenger Apps In Big Crackdown On Terror Groups | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 1, 2023 11:58 am
  • Updated:May 1, 2023 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি কার্যকলাপ দমনে বড় পদক্ষেপ করল কেন্দ্র। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিষিদ্ধ করা হল ১৪টি মেসেজিং অ্যাপকে। গোয়েন্দাদের দাবি, এই অ্যাপগুলির মাধ্যমে সমর্থক এবং গ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখছিল জঙ্গিরা। এমনকী, এর মাধ্যমেই পাকিস্তানের জঙ্গি নেতারা নির্দেশ দিতেন উপত্যকার সন্ত্রাসবাদীদের। 

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলি হল Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second Line, Zangi এবং Threema। এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, এই ম্যাসেঞ্জার অ্যাপগুলি জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠছিল। জঙ্গি হামলার প্রস্তুতি, খবরাখবর পাচার এবং এদেশে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজ চলছিল এই অ্যাপগুলির মাধ্যমে। অ্যাপগুলি ভারতীয় আইন লঙ্ঘন করছিল বলেও অভিযোগ৷ অ্যাপগুলির উপর নজর রাখা হচ্ছিল। এর পরেই তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ৬৯এ তথ্যপ্রযুক্তি ধারা অনুযায়ী ‘বিপজ্জনক’ অ্যাপগুলিকে ব্লক করা হয়েছে৷

Advertisement

[আরও পড়ুন: তেষ্টা মেটাতে বন্দিকে নিয়ে মদের দোকানে ‘দয়ালু’ পুলিশ! ভাইরাল ছবি ঘিরে বিতর্ক যোগীরাজ্যে]

জানা গিয়েছে, অ্যাপগুলির সার্ভার রয়েছে বিভিন্ন দেশে। এই কারণে তাদের কার্যকলাপ রুখতে সময় লেগেছে। অন্যদিকে এই সুযোগ নিচ্ছিল জঙ্গি সংগঠনগুলি। এক গোয়েন্দা আধিকারিক জানান, একাধিক অভিযানে নিহত সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনে এই সমস্ত অ্যাপগুলি দেখা গিয়েছে৷ সব দিক খতিয়ে দেখার পরেই ১৪টি অ্যাপ নিষিদ্ধ হয়েছে ভূস্বর্গে। 

[আরও পড়ুন: আঘাতের উদ্দেশ্যে নয়, মোদিকে দেখে উত্তেজনায় মোবাইল ছোঁড়েন মহিলা, জানাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement