সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার। মানুষের হাতে টাকাও আসছে। ফলে ভোগ্যপণ্য কেনার ইচ্ছে আর সামর্থ্য দুই-ই বাড়ছে। এমন পরিস্থিতি বাজার ধরতে ফোনের মডেলের দাম কমালো নোকিয়া। মঙ্গলবার থেকেই ভারতের বাজারে কার্যকর হল নতুন দাম।
গত বছর ভারতের বাজারে এসেছিল Nokia 5.3 স্মার্টফোন। দুর্দান্ত সব ফিচার-সহ ফোনটির দাম ছিল ১৫ হাজার টাকারও কম। কিন্তু মহামারীর ধাক্কা লেগেছিল পোনর বাজারেও। ফলে কমেছিল বিক্রিবাটাও। Nokia 5.3 মডেলের দুটি ভার্সন মেলে। আর সেই দুটি মডেলেরই দাম নতুন বছরে ১০০০ টাকা করে কমানো হয়েছে।
4GB RAM ও 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টসের নোকিয়ার এই ফোনটির দাম ছিল ১৩ হাজার ৯৯৯ টাকা। দাম কমে হল ১২,৯৯৯ টাকা। আর 6GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের ভ্যারিয়ন্টটির দাম ছিল ১৫,৪৯৯ টাকা। সেই মডেলটির এখনকার দাম হল ১৪ হাজার ৪৯৯ টাকা। অনলাইন নোকিয়া স্টোরে নতুন দামেই মিলছে ফোনটি।
কিনবেন নাকি নতুন ফোন? তার আগে Nokia 5.3-এর ফিচার্সগুলোয় চোখ বুলিয়ে নেবেন না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.