Advertisement
Advertisement

Breaking News

cyber frauds

সাইবার প্রতারণায় নতুন ফাঁদ, ১৪ লক্ষের বেশি খোয়ালেন হলদিয়ার বাসিন্দা

উড়ো ফোনে তিন লক্ষ টাকা ঋণে ভরতুকির অফারের প্রলোভনে পা দিয়ে ঘটে যত বিপত্তি। ধাপে ধাপে টাকা কাটতে থাকে জয়ন্তবাবুর অ্যাকাউন্ট থেকে।

New trap in cyber fraud, residents of Haldia lost more than 14 lakh

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:March 1, 2024 6:40 pm
  • Updated:March 1, 2024 6:41 pm  

সৈকত মাইতি,তমলুক: একটি উড়ো ফোন। ওপারে মহিলার গলা। কোমল কণ্ঠে তিন লক্ষ টাকার ঋণে ভরতুকি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। আর সেই প্রলোভনে পা দিয়ে ১৪ লক্ষ টাকার বেশি খোয়ালেন এক ব্যক্তি। প্রতারিত ব্যক্তির নাম জয়ন্ত গুড়িয়া। হলদিয়ার (Haldia) বাসিন্দা তিনি। প্রতারিত হয়েছেন, বুঝতে পেরেই হলদিয়ার সাইবার থানার দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমেছে হলদিয়া সাইবার ক্রাইম থানা (Cyber Crime PS)।

হলদিয়ার দুর্গাচক থানার অন্তর্গত বিরিঞ্চিবেড়া এলাকার বাসিন্দা জয়ন্ত গুড়িয়া। জানা গিয়েছে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়ন্তবাবুর কাছে এক মহিলার একটি উড়ো ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে একটি বেসরকারি ফিনান্স কোম্পানির নাম করে তিন লক্ষ টাকা ঋণে ভরতুকির অফার দেওয়া হয়। আর সেই প্রলোভনে পা দিয়ে ঘটে যত বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন: লোকসভায় দিদির চমক ‘দিদি নম্বর ১’ রচনা! ভোটে প্রার্থী হচ্ছেন? মুখ খুললেন তারকা]

প্রতারকদের কথা মতো নিজের আধার কার্ড,প্যান কার্ড-সহ যাবতীয় তথ্য হোয়াটসঅ্যাপ (WhatsApp) মারফত পাঠিয়ে দেন জয়ন্তবাবু। এর পর শুরু হয় প্রতারণার জাল বোনা। অভিযোগ, লোনের প্রসেসিং চার্জ, ইনশিওরেন্স প্রিমিয়াম, ট্রানজেকশন চার্জ, ক্লিয়ারেন্স ফি-সহ নানা অজুহাতে ধাপে ধাপে  জয়ন্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৩৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা।

[আরও পড়ুন: হিমাচলে ‘বরখাস্ত’ বিধায়কদের সঙ্গে দেখা বিদ্রোহী মন্ত্রীর, জোরালো হচ্ছে দলে ফেরানোর দাবি

 

কিন্তু তার পরেও লোনের টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা না পড়ায় সন্দেহ হয় তাঁর। প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই পুলিশের দ্বারস্থ হন জয়ন্তবাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নেমেছে জেলা সাইবার থানার পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হেডকোয়ার্টার) নিখিল আগরওয়াল জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে। তবে  এ ধরনের সাইবার প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। তাতে জনসাধারণকে আরও বেশি করে সতর্ক হতে হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement