Advertisement
Advertisement

Breaking News

Durga puja

মায়ের কাছে নিয়ে যাবে নয়া অ্যাপ, এক ক্লিকেই মিলবে সব তথ্য

শুধু মায়ের মণ্ডপ চেনানো নয়, এ অ‌্যাপের মাধ‌্যমে এবার আমজনতাও বিচারক।

New app by Canvas Swayam will let people give information of Durga Puja। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 10, 2023 2:02 pm
  • Updated:August 10, 2023 2:02 pm  

স্টাফ রিপোর্টার: বাড়ি দক্ষিণ শহরতলির উপকণ্ঠে। ঠাকুর দেখতে যাবেন সূদূর উত্তরে। যাদবপুর, গড়িয়াহাট, বালিগঞ্জ, পার্ক সার্কাস, শিয়ালদহ পেরিয়ে বাগবাজার মায়ের মণ্ডপে পৌঁছবেন কীভাবে? গাড়ি পার্কিংই বা করবেন কোথায়? এক ক্লিকে জানতে পারবেন সব কিছু। জানাবে যে নতুন অ‌্যাপ, তার নাম ডিজিটাল ক‌্যানভাস এসএসপিএস। আসছে ১ অক্টোবর। ক‌্যানভাস স্বয়মের পক্ষ থেকে আনা হচ্ছে এই নতুন অ‌্যাপ।

শুধু প্লে স্টোর নয়, অ‌্যাপ ডাউনলোড করার জন‌্য শহরের উত্তর থেকে দক্ষিণে দেওয়া থাকবে কিউআরকোড। সেখান থেকে মোবাইলে স্ক‌্যান করলেও মিলবে অ‌্যাপ। পুজোর মরশুমে প্রবাস থেকে শহরে ফেরেন অনেকেই। ঢুঁ মারতে চান প্রিয় মণ্ডপে। সারা বছর ক‌ানাডায় কাটিয়ে কলেজ স্কোয়‌্যারের মণ্ডপের রাস্তা চেনা সহজ নয়। সেই কাজই জলভাত করে দেবে নতুন অ‌্যাপ। শহরের সেরা ষাটটি পুজোর লাইভ নেভিগেশন। সঙ্গে তাদের ঠিকুজি কুলুজি। তাদের ইতিহাস-ঐতিহ‌্য সম্বন্ধে এক ক্লিকে জানতে পারবেন পুজো পাগলরা। শুধু মায়ের মণ্ডপ চেনানো নয়, এ অ‌্যাপের মাধ‌্যমে এবার আমজনতাও বিচারক।

Advertisement

[আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে ছাত্রের মৃত্যু, তদন্তে অ্যান্টি র‌্যাগিং স্কোয়াড]

ক‌্যানভাস স্বয়মের পক্ষ থেকে সম্রাট চট্টোপাধ‌্যায় জানিয়েছেন, শুধু ঠাকুর দেখা নয়। অ‌্যাপের মাধ‌্যমে সেরা পাঁচটা পুজোকে ভোট দিতে পারবেন পুজো-পাগলরা। যে পাঁচটা পুজো সবচেয়ে বেশি জনতার ভোট পাবে তাদের সম্মানিত করবে ক‌্যানভাস স্বয়ম। পুজোর সময় শহরজুড়ে বড় সমস‌্যা গাড়ি পার্কিং। বিশেষ করে উত্তর ও মধ‌্য কলকাতায় গাড়ি রাখার জায়গা থেকে মণ্ডপ চেনা দায়। কোন ঠাকুর দেখতে গেলে কাছাকাছি কোথায় গাড়ি পার্কিং রয়েছে? তাও জানিয়ে দেবে নতুন অ‌্যাপ।

[আরও পড়ুন: মোট ৭৩০ দিন, মহিলা কর্মী ও একক বাবাদের সন্তান লালনের ছুটি বাড়াল কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement