সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। খুব দ্রুতই সে মন জয় করেছে সকলের। কিন্তু এবার চ্যাটজিপিটিতে ‘বিপ্লব’ আনতে চলেছে নতুন এআই চিপ!
এই চিপ নির্মাণ করেছেন যে দুজন তাঁরা কার্যতই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কল্কে না পাওয়া পড়ুয়া। ক্যালিফোর্নিয়ায় তাঁরা যে স্টার্ট আপ চালান সেখানেই কাজ হয়েছে এই এআই চিপসেটকে নিয়ে। যার নাম সোহু। এই সোহু অন্যান্য চিপের তুলনায় চ্যাটজিপিটির মতো সফটওয়্যারে ট্রান্সফর্মারকে চালাতে পারে ২০ গুণ দ্রুত সময়ে।
উদাহরণস্বরূপ বলা যায়, হিন্দি, গুজরাটি বা তামিলে কোনও প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে ফরাসি, ইংরেজি কিংবা জার্মান ভাষায় জবাব দিতে পারা সম্ভব হবে এই ধরনের চিপ থাকলে। এটা খুব তাড়াতাড়ি টেক্সট ও ইমেজ একই সঙ্গে ‘রিড’ করতে পারে। এর ফলে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে, ভবিষ্যতে ভিস্যুয়াল প্রশ্নোত্তর পর্ব চালাতে পারবে চ্যাটজিপিটি। অর্থাৎ কার্যতই ইন্টারভিউয়ের মতো কোনও কিছু চালিয়ে যাওয়া অসম্ভব হবে না। কিন্তু এখনও পর্যন্ত এসবই রয়েছে নিছক ‘থিয়োরি’ হিসেবে। আপাতত এর ব্যবহারিক প্রয়োগ কী দাঁড়ায় সেটাই দেখার। সব মিলিয়ে এমন এক চিপের আগমনের জন্য যে বিশেষজ্ঞরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তা বলা বাহুল্য।
আবির্ভাবের পর প্রথম থেকেই বিতর্ক ঘনিয়েছে চ্যাটজিপিটিকে ঘিরে। ওয়াকিবহাল মহলের একাংশ বলতে থাকে, অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের। এমন কথা কার্যত মেনেও নেন ওপেনএআই সংস্থার সিইও স্যাম অল্টম্যান। আবার এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে দেখা গিয়েছে উলটো পালটা উত্তর দিচ্ছে চ্যাটজিপিটি। যা একেবারেই অসংলগ্ন। এমনকী, সে কথা বলার সময় অসংলগ্ন ভাষা ব্যবহার করছে। এই অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল নেটদুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.