সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমোডের ঢাকা-সহ বিভিন্ন সামগ্রীতে হিন্দু দেবদেবীর ছবি৷ এভাবেই ক্রেতাদের আকর্ষণ করতে উদ্যত হয়েছিল অনলাইন বিপণন সংস্থা আমাজন৷ নেটিজেনদের একাংশের দাবি, হিন্দু আবেগে ধাক্কা দিয়েছে ওই সংস্থা৷ তাই ইতিমধ্যে ওই সংস্থাকে বয়কটেরও ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ৷ অনেকেই বলছেন, হিন্দুত্বকে হাতিয়ার করেই ব্যবসা করতে চাওয়া আমাজন নাকি নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে৷
অনলাইনের বিভিন্ন সামগ্রী কেনাকাটির জন্য আমাজনের উপর ভরসা করেন অনেকেই৷ দিনকয়েক আগেই নজরে আসে কমোডের ঢাকা এবং পাপোশ-সহ একাধিক জিনিসে দেওয়া হয়েছে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি৷ যা দেখে অবাক হয়ে যান হিন্দুত্ববাদী নেটিজেনরা৷ তাঁদের অভিযোগ, ভগবান পবিত্র৷ এভাবে কমোডের ঢাকা, পাপোশে তাঁদের ছবি ব্যবহার করার অর্থ দেবতাদের অসম্মান করা৷ আমাজন দেবদেবীদের ছবি ব্যবহার করে ভুল করেছে৷ এভাবে হিন্দু আবেগ নিয়ে আমাজন ছিনিমিনি খেলছে বলেও দাবি নেটিজেনদের একাংশের৷ কমোডের ঢাকা এবং পাপোশ-সহ বিভিন্ন সামগ্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অনেকেই৷ মুহূর্তের মধ্যেই তা ভাইরালও হয়ে যায়৷ হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনরা আমাজনে এই কাণ্ডকারখানা মোটেও ভাল চোখে দেখছেন না৷ তাই ওই সংস্থার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা৷ এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে #BoycottAmazon৷
যদিও এই প্রথমবার নয়৷ বছর দুয়েক আগেও জাতীয় পতাকার ছবি দেওয়া পাপোশ বিক্রি করতে দেখা গিয়েছে আমাজনকে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে ছবি ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় আন্দোলনে শামিল হন নেটিজেনরা৷ চাপের মুখে নতিস্বীকার করে ওই সামগ্রীর বিস্তারিত বিবরণ সাইট থেকে সরিয়ে দিয়েছিলেন তাঁরা৷ এবারও মুখে কিছুই জানাননি আমাজন কর্তৃপক্ষ৷ পরিবর্তে ইতিমধ্যেই ওই বিপণন সংস্থার ওয়েবসাইট থেকে হিন্দু দেবতাদের ছবি দেওয়া কমোডের ঢাকা এবং পাপোশের ছবি সরিয়ে দেওয়া হয়েছে৷
Mistake is a mistake when it is done once or twice
But #Amazon is a repeat offender who seems to enjoy hurting the religious sentiments of #Hindus
Do u have the guts to sell products mocking Islam or Christianity or Hindus are soft targets??
Shame on Amazon#BoycottAmazon pic.twitter.com/Y7mmi2fhzv
— Sushil Dixit (Adv) (@advosushildixit) May 16, 2019
Enough is enough @amazon @amazonIN @AmazonHelp .
This is 3rd time you are hurting Hindu sentiments. Now get ready to face the consequences. Legal action will he taken.
Here is the thread showing all the rugs and mats you are selling printed with our Gods on them.#BoycottAmazon pic.twitter.com/W2nQT5Sj1I— Dhruv Swaroop Agrawal (@dhruv_agrawal55) May 16, 2019
Uninstalled #BoycottAmazon if u won’t stop disrespecting #hinduism you would be obliterated. pic.twitter.com/FaM5VAo2Yg
— Rohit (@Roh007) May 16, 2019
A corporation like Amazon certainly doesn’t care about hurting religious sentiments and blatantly disrespecting Hindu Gods. It’s time we stopped supporting these globalists.#BoycottAmazon pic.twitter.com/AuBAzbKSfg
— Dharma Shiromani (@dharmashiromani) May 16, 2019
Why always a particular religion is treated so bad.They are just disrespecting the belief of one of the major religion in world. #BoycottAmazon pic.twitter.com/WoX1qtWv7g
— Nabhya Bhat (@NabhyaB) May 16, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.